শেষ আপডেট: 12th August 2018 07:32
'চান আরও সোনা', ভিডিওতে নিজের পরিশ্রমের গল্প বললেন অভিনব বিন্দ্রা
দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে ভারতের হয়ে সোনাজয়ী একমাত্র অ্যাথলিট। কিন্তু তিনি চান আরও বেশি সংখ্যক অ্যাথলিট যেন ভারতের হয়ে সোনা জয় করে আনতে পারেন। আর সেই কারণেই এক অভিনব উদ্যোগ নিলেন অভিনব বিন্দ্রা। সোনাজয়ী এই শুটার শনিবার টুইটারে একটি ভিডিও পোস্ট করেন যেখানে নিজের অলিম্পিকে সোনা জয়ের জার্নি এবং তার পেছনে থাকা পরিশ্রমের কথা বলেছেন তিনি। উদ্দেশ্য বিন্দ্রার পরিশ্রমের গল্পে অনুপ্রাণিত হয়ে যাতে আরও বেশি সংখ্যক অ্যাথলিট উৎসাহিত হন। তাঁরাও চেষ্টা করেন সোনা জয় করে আনতে। https://twitter.com/Abhinav_Bindra/status/1028157421246730241 ২০০৮ সালে বেজিংয়ে ভারতের হয়ে প্রথম ব্যাক্তিগত শুটিংয়ে ইভেন্টে সোনা জিতেছিলেন বিন্দ্রা৷ তারপর কেটে গিয়েছে ১০টা বছর৷ মাঝের ২০১৬ সালে তুলে রেখেছেন বন্দুক৷ দেরাদুনে জন্ম নেওয়া পঞ্জাবের জিরাকপুরের বছর পয়ত্রিশের বাসিন্দা বিন্দ্রা ২০০৮ সালে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা ছাড়াও, ম্যাঞ্চেস্টার , মেলবোর্ন, গ্লাসগো কমনওয়েলথ গেমসের মত বড় ইভেন্টে মোট ছটি সোনার পদক জিতেছেন ৷ অর্জুন, রাজীব গান্ধী খেল রত্নের মত পুরস্কারে ভরেছে বিন্দ্রার ওয়ার্ড্রোব৷ ব্রাজিল অলিম্পিকে সোনা জয়ের সামনে পৌঁছানোর পর ব্যাডমিন্টন তারকা পি.ভি সিন্ধুর উদ্দেশে অভিনব বিন্দ্রা বলেছিলেন, তাঁর আর একা সোনা জয়ী হিসেবে থাকতে ভালো লাগে না। তিনি চান যাতে আরও বেশি সংখ্যক অ্যাথলিট উঠে আসেন তাঁর জায়গায়। আর তাই প্রাক্তন এই শুটার এ বার টুইটারে নিজের পদক এবং পদক জয়ের জার্নি গল্প বলে অলিম্পিকে আরও সোনার পদক জেতার জন্য ভারতের অ্যাথলিটদের উৎসাহ দিলেন৷