
‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ নীরজ কি প্রেম করেন? কীসে মজে ‘সোনার ছেলে’, জানালেন নিজেই
দ্য ওয়াল ব্যুরো: শতাব্দীর খরা কাটিয়ে বর্শার ফলকে সোনা গেঁথেছেন নীরজ চোপড়া। তাঁর সাফল্যের পর থেকেই দেশজুড়ে ‘সোনার ছেলে’কে নিয়ে উৎসাহ তুঙ্গে। একেবারে সারা দেশের ‘ক্রাশ’ হয়ে উঠেছেন বছর ২৩-এর অ্যাথলিট। এই অবস্থায় স্বভাবতই প্রশ্ন উঠেছে ব্যক্তিগত জীবনে নীরজ চোপড়া কি সিঙ্গল, নাকি তাঁর গার্লফ্রেন্ড রয়েছে?
দিন দুয়েক আগে নীরজের বোন জানিয়ে দিয়েছিলেন এই প্রশ্নের উত্তর। কিন্তু খোদ নীরজ এবার এ নিয়ে মুখ খুললেন। সাফ জানিয়ে দিলেন আপাতত নিজের কেরিয়ারেই ফোকাস করতে চাইছেন নীরজ। অন্য কোনও দিকেই তাঁর নজর নেই। অর্থাৎ তিনি প্রেম করেন না।
গতকাল দেশে ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নীরজ জানিয়েছেন, চারদিকে এত মহিলা ভক্ত দেখে তাঁর ভালই লাগছে। তাঁর কথায়, ‘এটা ভালই, কিন্তু সত্যি কথা বলতে আমি এখন খেলায় ফোকাস করছি।’
তাঁকে প্রশ্ন করা হয় তাঁর গার্লফ্রেন্ড আছে কিনা বা এ বিষয়ে তাঁর ভাবনা কী। নীরজ জানান, ‘এসব আমি পরে ভাবব। এখন খেলা নিয়েই ভাবছি। আপাতত কেউ নেই।’
তিনি আরও বলেন, ‘আমায় সবাই এত ভালবাসছেন সেটা আমার খুব ভাল লাগছে। পরের বছর খুব গুরুত্বপূর্ণ। এশিয়ান গেমস আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে। আরও অন্যান্য টুর্নামেন্টও আছে। এখন সেসব নিয়েই ভাবছি।’
এই মুহূর্তে ভারতের সবচেয়ে এলিজেবল ব্যাচেলর তিনিই। তাঁর সিক্স প্যাকস, মাসলে মজেছেন তরুণ-তরুণীরা। রাতারাতি ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেছেন ৩২ লাখ মানুষ। টোকিওতে যাওয়ার আগে নীরজের ফলোয়ার সংখ্যা ছিল মাত্র দেড় লাখ। কিন্তু ফ্যান ফলোয়িং যতই বেড়ে চলুক, ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া পা মাটিতেই রাখতে চাইছেন।