
দ্য ওয়াল ব্যুরো: মীরাবাই চানুর পরে ফের সাফল্যের মুখ দেখতে চলেছে ভারত। অলিম্পিক বক্সিংয়ে শেষ আটে পৌঁছে গেছেন ভারতীয় বক্সার অসমের লাভলিনা বরগোঁহাই। প্রি-কোয়ার্টার ফাইনালে জার্মানির নাদিন অ্যাপেজের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতেছেন লাভলিনা। ৩-২ ব্যবধানে জার্মান প্রতিপক্ষকে হারিয়ে লাভলিনা পৌঁছে গেছেন শেষ আটে।
২৩ বছরের লাভলিনা ম্যাচের শুরু থেকেই দারুণ ফর্মে ছিলেন। ১২ বছরের সিনিয়র জার্মান প্রতিদ্বন্দ্বীকে হারানো সহজ ব্যাপার ছিল না। জার্মানি এ বছর প্রথম অলিম্পিক বক্সিংয়ে কোয়ালিফাই করেছে। নাদিন অ্যাপেজ বিশ্ব চ্যাম্পিনশিপে দুবারের ব্রোঞ্জ জয়ী বক্সার ও ইউরোপীয় চ্যাম্পিয়ন। তাঁকে হারানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভারতীয় বক্সারের কাছে।
প্রথম রাউন্ডেই দাপট দেখান লাভলিনা। দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন জার্মানির নাদিন। ওই রাউন্ডেই ২ পয়েন্ট পেয়ে যান জার্মান বক্সার। তবে তৃতীয় রাউন্ডের আগে পয়েন্টে এগিয়েই ছিলেন অসমের লাভলিনা। তৃতীয় রাউন্ডে রুদ্ধশ্বাস লড়াই হয়। এই রাউন্ডে কেউ কোনও পয়েন্ট পাননি। তাই এগিয়ে থেকে ৩-২ ব্যবধানে শেষ আটে পৌঁছে যান লাভলিনা বরগোঁহাই।
অসমের গোলাঘাট জেলায় ১৯৯৭ সালে জন্ম লাভলিনার। কিকবক্সার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন লাভলিনা। তাঁর দুই বোন লিচা ও লিমাও কিকবক্সিংয়ে জাতীয় স্তর অবধি গিয়েছিলেন, তবে আর্থিক কারণে এগিয়ে যেতে পারেননি। লাভলিনার প্রতি বরাবরই ভরসা রেখেছিলেন তাঁর বাবা-মা। স্কুলে পড়ার সময়েই স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার নজরে পড়েন তিনি। একটি ট্রায়ালে নির্বাচিত হয়ে ২০১২ সাল থেকে প্রশিক্ষণ শুরু করেন।
লাভলিনার প্রথম বড় সুযোগ আসে ২০১৮ সালে কমনওয়েলথ গেমসের ওয়েলটারওয়েট বক্সিং বিভাগে। যদিও কোয়ার্টার ফাইনালে বক্সার স্যান্ডি রায়ানের কাছে হেরে গিয়েছিলেন তিনি, তবে লাভলিনার দুরন্ত পারফরম্যান্স নজর কেড়েছিল।
২০১৮ ও ২০১৯ সালে মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে দেশকে গর্বিত করেছিলেন লাভলিনা। দিল্লিতে ভারত ওপেন ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্টে স্বর্ণপদক জেতেন। গুয়াহাটিতে দ্বিতীয় ওপেন ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্টে রূপো জেতেন। অসম থেকে তিনিই অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম মহিলা বক্সার। গত বছর অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল তাঁকে।