শেষ আপডেট: 14th February 2019 11:48
আক্রমণাত্মক ফুটবলে ছিন্নভিন্ন পাহাড়ি ডিফেন্স, লাজং-এর বিরুদ্ধে প্রথমার্ধেই চার গোলে এগিয়ে ইস্টবেঙ্গল
দ্য ওয়াল ব্যুরো: ডিফেন্ডাররা দাঁড়িয়ে হাফ সার্কেলের সামনে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল। আর তাতেই বাজিমাত করল ইস্টবেঙ্গল। আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শিলং লাজং-এর বিরুদ্ধে আট মিনিটের মাথাতেই এগিয়ে গেল লাল-হলুদ।
ডিকার শট লাজং-এর খেলোয়াড়ের গায়ে লেগে গোল লাইন অতিক্রম করলে কর্ণার পায় ইস্টবেঙ্গল। কর্ণার তোলেন ডিডিকাই। বাঁক খাওয়ানো কর্ণার গিয়ে পরে ডান মাওয়াইয়ার মাথায়। জাল নড়িয়ে দিতে ভুল করেননি পাহাড়ি মিডিও।
ঘাড়ে চোটের কারণে এ দিন ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ প্রথম একাদশে রাখেননি কোলাডোকে। শুরু থেকেই জবি জাস্টিনের সঙ্গে স্ট্রাইকার হিসেবে নামেন মেক্সিকান তারকা এনরিকে এসকুইদা। খেলার ২২ মিনিটে ইস্টবেঙ্গলের অর্ধে প্রথম আক্রমণ করে লাজং। বক্সের বাইরে ফ্রিকিক পায় পাহাড়ি দলটি। কিন্তু লিংডোর শট চলে যায় বার উঁচিয়ে। ২৭ এবং ২৮ মিনিটে জোড়া বিস্ফোরণ ঘটে যুবভারতীতে। দলের এবং নিজের দ্বিতীয় গোল করেন ডানমাওয়াইয়া। পরের মিনিটে ৩-০ করেন জবি জাস্টিন। ৪৪ মিনিটে অসামান্য গোল করে ৪-০ করেন এনরিকে এসকুইদা। চার গোলে এগিয়ে থেকেই লকার রুমে যায় টিম লাল-হলুদ।ম্যাচ রিপোর্ট পড়তে ক্লিক করুন এই লিঙ্কে
https://thewall.in/news-sports-eastbengal-vs-shillong-lajong-match-report/