রাচিন রবীন্দ্র
শেষ আপডেট: 6th March 2025 14:34
দ্য ওয়াল ব্যুরো: দল ফাইনালে উঠেছে। সামনে ভারত (India)। যদিও প্রতিপক্ষকে নিয়ে ভাবার বদলে ময়দান নিয়ে বেশি চিন্তিত নিউজিল্যান্ডের (New Zealand) ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)। গ্রুপের লড়াইয়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে রান করতে পারেননি। মাত্র ৬ রানে আউট হয়েছেন। যদিও গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা (South Africa) ম্যাচে শতরান করেছেন রাচিন।
এই প্রেক্ষিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নামার আগে ভারতের অ্যাডভান্টেজ বিতর্ক ফের একবার উস্কে দিলেন কিউয়ি ব্যাটার। রোহিত, বিরাট, হার্দিকরা গ্রুপের তিনটি ম্যাচ এবং নক আউটে সেমিফাইনাল দুবাইয়ে খেলেছেন। ফাইনালও একই মাঠে। শুধু তাই নয়, আইসিসির যে ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করে ভারতীয় দল, স্টেডিয়াম থেকে তার দূরত্ব ১০০ মিটার। ফলে ক্রমাগত যাতায়াতের ধকল সইতে হয়নি রোহিতদের।
এই কারণে রাচিন বলেছেন, ‘আমরা ঠিক জানি না দুবাইয়ের পিচ কীরকম। গ্রুপের লড়াইয়ে ভারতের বিরুদ্ধে নামার পর দেখেছিলাম, বল ঘুরছে। কিন্তু অন্য একটি ম্যাচে দেখলাম বল সেভাবে স্পিন করছে না। আমাদের আগামি রবিবার পরিস্থিতির সঙ্গে ধাতস্থ হওয়া প্রয়োজন।‘
ওই ম্যাচে নিজের ব্যর্থতার প্রসঙ্গও এড়িয়ে যাননি কিউয়ি ব্যাটসম্যান। বলেন, ‘প্রতিবার খেলতে নামার পর প্রায় সবাইকে আউট হতেই হয়। আশা করি, আমি এবার আরও বেশি সময় ধরে খেলতে পারব, দলকে সাহায্য করতে পারব।‘
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় নিউজিল্যান্ড। সেখানে তারা লাহোরে খেলেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-ম্যাচ বাদ দিয়ে কিউয়িদের বাকি সমস্ত খেলা পড়েছিল পাকিস্তানে। এমনকী সেমিফাইনালও তারা পাকিস্তানেই খেলেছে। এই বারংবার দুবাই-পাকিস্তান যাতায়াত এবং একটিমাত্র ক্যাম্পে প্র্যাকটিস না করার অসুবিধা নিয়ে ইতিমধ্যে আওয়াজ তুলেছে নিউজিল্যান্ড টিম। অসন্তোষ জানিয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসনও।