Latest News

বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি, সাউদাম্পটনে ভেস্তে প্রথম দিন, কফি, বই নিয়ে বসে পড়লেন কিউইরা, ছবি ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: ব্যাট-বলের লড়াই শুরুই হল না। সাউদাম্পটনের বৃষ্টি ভাসিয়ে দিল ভারত-নিউজিল্যান্ড বহু-চর্চিত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনটা। সকাল থেকেই আকাশের মুখ ভারী। সাউদাম্পটনের মাঠে টসের নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা আগে সরকারি ভাবে ঘোষণা করা হয়, লাঞ্চ পর্যন্ত খেলাই হবে না। দুটো টিমের প্লেয়াররাই  থাকছেন হোটেল দি হিলটন-রুমসে। ভেনু চত্বরেই হোটেল। মাঠে নামা যাচ্ছে না। অলস সময় কাটে কীভাবে? নিজেদের ‘ভাল ছেলে’ ইমেজের সঙ্গে মিল রেখে নিউজিল্যান্ড ক্রিকেটারদের কফি নিয়ে বসে পড়তে দেখা গেল। শুধু কফিই নয়, সঙ্গে বইপত্র। মাঠের লোকজন পিচ কভারে ঢাকছেন, সেই দৃশ্য দেখতে দেখতে গরম কফিতে চুমুক। আড্ডা, খোশগল্প আর বইপড়া। আর অপেক্ষা, কখন বৃষ্টি থামে, মেঘের চাদর সরিয়ে মুখ দেখাবেন সূর্যদেব।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড একটি ছবি ট্যুইট করেছে, যাতে টিম সাউদি, ম্যাট হেনরি, কাইলি জেমিসন নির্ভেজাল আড্ডার আসর বসিয়েছেন। সামনের টি টেবিলে কফি মাগ, পাশে বেশ কিছু বইপত্র। তাকিয়ে আছেন কভারে ঢাকা মাঠের দিকে। ট্যুইটে লেখা, সাউদাম্পটনে বৃষ্টি নামা মানে কফি, আড্ডা। দিনটা শুরুর অপেক্ষা করা, কভার কখন উঠবে।

বৃহস্পতিবার দুপুর থেকেই বর্ষণ শুরু সাউদাম্পটনে। শুক্রবার টসই করা সম্ভব হয়নি ঝিরিঝিরি বৃষ্টির জেরে।

ভারত টিমে রেখেছে রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন-দুই স্পিনারকেই। মহম্মদ সিরাজের বদলে থার্ড সিমার হিসাবে আছেন ঈশান্ত শর্মা। নিউজিল্যান্ড বর্তমানে এক নম্বর টেস্ট খেলিয়ে দেশ। যদিও চূড়ান্ত টিম ঘোষণা করেনি তারা।

 

You might also like