শেষ আপডেট: 5th March 2025 22:51
দ্য ওয়াল ব্যুরো: আবারও ভারত বনাম নিউজিল্যান্ড। আরও একবার সেই বুনো ওল এবং বাঘা তেঁতুলের মধ্যে লড়াই। বুধবার (৫ মার্চ) চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে গুঁড়িয়ে দিল কিউয়ি ব্রিগেড। আর সেইসঙ্গে তারা ফাইনালের টিকিটও কনফার্ম করে ফেলল। আগামী রবিবার অর্থাৎ ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে।
দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড টস জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। শুরু থেকেই তারা ধামাকাদার ব্যাটিং শুরু করে। আর সেই সুবাদে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বাধিক স্কোর কায়েম করে। নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান করেছে।
ইতিপূর্বে, গত ২২ ফেব্রুয়ারি ইংল্য়ান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে সর্বাধিক রানের রেকর্ড কায়েম হয়েছিল। সেই ম্যাচে ইংল্যান্ড ৮ উইকেটে ৩৫১ রান করেছিল। যদিও এই রেকর্ড মাত্র ৪ ঘণ্টাই স্থায়ী হয়েছিল। কারণ অস্ট্রেলিয়া ওই ম্যাচেই ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রান করে এবং ইংল্যান্ডকে হারিয়ে এক নয়া রেকর্ড কায়েম করে।
নিউজিল্যান্ডের এই রান প্রোটিয়া ব্রিগেডকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। কারণ এই লক্ষ্য হাসিল করতে হলে, দক্ষিণ আফ্রিকাকে আবার নতুন রেকর্ড কায়েম করতে হত। কিন্তু, সেটা তারা পারেনি। ডেভিড মিলার শতরান করলেও, তা কোনও কাজে এল না। অধিনায়ক টেম্বা বাভুমা (৫৬) এবং রাসি ভ্যান ডার ডুসেন (৬৯) ছাড়া এই ম্যাচে আর কেউ নজর কাড়তে পারেননি।
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান তাড়া করার রেকর্ড দক্ষিণ আফ্রিকার দখলেই রয়েছে। ২০০৬ সালে তারা অস্ট্রেলিয়ার ৪৩৪ রান তাড়া করে ৪৩৮ রান করেছিল। সঙ্গে সাক্ষী হয়েছিল এক ঐতিহাসিক জয়ের। কিন্তু, বুধবার নিউজিল্যান্ডের কাছে হেরে তাদের চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে হল।