শেষ আপডেট: 2nd November 2024 12:14
দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ৩ বছর ৮ মাস। এখনই নাম উঠে গেল ইতিহাসের খাতায়, তৈরি হল নতুন মাইলফলক। কলকাতার সেন্ট জেমস স্কুলের লোয়ার নার্সারির ছাত্র অনীশ সরকার বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (ফিডে) রেটিং পেল। এর আগে এই রেকর্ড ছিল ভারতেরই তেজস তিওয়ারির। সেটি ভেঙে গেল দাবাড়ু অনীশের কীর্তিতে।
রাজ্যের অনূর্ধ্ব-৯ দাবা প্রতিযোগিতায় অংশ নিয়ে দুই বড় দাবাড়ুকে হারিয়ে দিয়েছে অনীশ। এর পরেই ফিডে তার রেটিং দাঁড়িয়েছে ১৫৫৫। দাবার বর্তমান নিয়ম অনুযায়ী, কোনও ফিডে রেটিং প্রাপ্ত দাবাড়ুকে হারিয়ে এক পয়েন্ট পেলে ফিডে রেটিং আসবে। তার জন্য সর্বোচ্চ ২৬ মাস সময় দেওয়া হবে, পাঁচজন দাবাড়ুর বিরুদ্ধে খেলার সুযোগ দেওয়া হবে। তবে অক্টোবর মাসে তিনজনের বিরুদ্ধে খেলেই সেই লক্ষ্য পূরণ করে ফেলেছে সাড়ে তিন বছর বয়সি অনীশ।
কৈখালির বাসিন্দা অনীশের দাবা খেলা শুরু গত বছর পুজোর সময়ে। বাবা স্কুলে অঙ্কের শিক্ষক। মা গৃহবধূ। অনীশের মামার দেওয়া উপহার হিসেবে পাওয়া দাবা বোর্ড নিয়ে খেলতে খেলতেই শেখা ঘুঁটির দান। প্রথমে অবশ্য তাকে খেলা শেখানো হয়নি, দাবার বড় বড় ঘুঁটি নিয়ে যাতে খেলতে পারে, মুখে দিয়ে গিলে না ফেলে, সেই ভেবে অনীশের মা তাকে দিয়েছিল ওই বোর্ড।
কিন্তু কে জানত, ইউটিউব দেখে দাবা খেলা শিখতে শুরু করে দেবে অনীশ। ওইটুকু ছেলের দাবা খেলায় উৎসাহ ও দক্ষতা দেখে পরিবারের তরফে নিয়ে যাওয়া হয় দিব্যেন্দু বড়ুয়ার কাছে। প্রথমে এত ছোট বাচ্চাকে দাবা শেখাতে রাজি না হলেও, তার পরীক্ষা নিয়েছিলেন দিব্যেন্দু। সব পরীক্ষাতেই পাশ করে অনীশ। তার খেলা দেখে অবাক হয়ে অ্যাকাডেমিতে ভর্তি নেন দিব্যেন্দু।
অনীশের সাম্প্রতিক সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার এবং কোচ। তাঁদের আশা, আগামীদিনে সে আরও অনেক নতুন রেকর্ড তৈরি করবে। সেই জন্যই এখন থেকেই দিনে ৭-৮ ঘণ্টা অ্যাকাডেমিতেই কাটায় সে।