শেষ আপডেট: 2nd February 2024 21:37
দ্য ওয়াল ব্যুরো: যুযুধান দুই কোচ। দু’জনেই তাল ঠুকছেন। কলিঙ্গ যুদ্ধে শেষ হাসি হেসেছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। এবার মধুর প্রতিশোধ চাইছেন মোহনবাগান কোচ হাবাস। তিনি এদিন কলকাতার মিডিয়াকে বলে দিয়েছেন, আমার ডার্বি রেকর্ড অনেক কোচদের থেকে ভাল। আমি কোনওদিন ডার্বিতে হারিনি, তাই শনিবারও ওই রেকর্ড আমার সঙ্গে থাকবে।
লাল হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত পিছিয়ে থাকার বান্দা নন। তিনিও বলেছেন, আইএসএলে পয়েন্টের বিচারে মোহনবাগান আমাদের থেকে ৮ পয়েন্টের থেকে এগিয়ে রয়েছে, ওই পয়েন্ট ছোঁয়াই আমাদের লক্ষ্য। প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের ১০ ম্যাচে মোট পয়েন্ট ১১। অন্যদিকে, সবুজ মেরুন দলের পয়েন্ট ১১ ম্যাচে ১৯ পয়েন্ট।
কার্লোসও জানিয়েছেন, আমরাও পিছিয়ে নেই ম্যাচে। সুপার কাপে দল ভাল খেলেছে। ছেলেরা সবাই ছন্দে রয়েছে। কাপ জয়ের পরে দলের সবাই উদীপ্ত, তাই নতুন করে মনোবল বাড়ানোর দরকার নেই। আমরাও ম্যাচে শেষ দেখে ছাড়ব। তারচেয়ে বড় কথা হল, আমাদের দলের ছন্দ দেখে সমর্থকরাও তো এখন বলছেন, আমরাও চ্যাম্পিয়ন!
লাল হলুদের মাঝমাঠে শৌভিক নেই, বোরহা ও সিভেরিওর মতো বিদেশিদের রিলিজ করে দেওয়া হয়েছে। সেই নিয়ে ভাবিত নন কার্লোস, যিনি এক জাদুকাঠির স্পর্শে পুরো দলকে বদলে দিয়েছেন। প্রচারমাধ্যমকে বলেন, আমরা প্রস্তুত, আবারও একটা লড়াই জয়ের জন্য। কারা নেই, সেটি নিয়ে ভাবছি না। যারা রয়েছে, তাদের দিয়েই পুরো তিন পয়েন্ট পেতে চাই।
দীর্ঘ ১২ বছর পরে সর্বভারতীয় ট্রফি এনে দিয়েছেন কুয়াদ্রাত। তিনি লাল হলুদের হ্যামলিনের বাঁশিওয়ালা। আর হাবাস দায়িত্ব নিয়েছেন জুয়ান ফেরান্দোর স্থানে, তাঁর কাছেও বড় চ্যালেঞ্জ ডার্বি জয়ের।