শেষ আপডেট: 9th August 2024 07:27
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের আর্শাদ নাদিমের ৯২.৯৭ মিটারের অলিম্পিক্স রেকর্ড সবকিছুকে ছাপিয়ে গেছে। গত অলিম্পিক্সের সাফল্য এবার ধরে রাখতে পারেননি ভারতের নীরজ চোপড়া। জ্যাভলিন ফাইনালে তাঁকে রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। যদিও সেটা কম কিছু নয়। তবে নীরজ চোপড়ার মা নাদিমকে নিয়ে যে মন্তব্য করেছেন, তাতে ধন্য ধন্য করছে পাকিস্তান। নেটিজেনরাও বলছেন, তিনি সকলের মন জিতে নিয়েছেন।
অলিম্পিক্স ফাইনালে ৫টি ফাউল থ্রো করেছিলেন নীরজ। সেটাই টার্নিং পয়েন্ট হয়ে গেছিল। অন্যদিকে আর্শাদ নাদিমের রেকর্ড গড়া থ্রো তাঁর সোনার স্বপ্ন ভেঙে আরও চুরমার করে দেয়। যদিও সোনা না পেলেও রূপোর পদক জিতে দেশকে গর্বিত করেছেন নীরজ। আর তাঁর মা সরোজ দেবীর মন্তব্য যেন আলাদা করে সম্প্রীতির বার্তা এনে দিয়েছে। পাকিস্তানের আর্শাদ নাদিমকে তিনি ভারতের সন্তান বলেই মনে করেছেন। তিনি বলেছেন, ''আমরা রূপো জিতেও খুশি। আর পাকিস্তানের যে সোনা পেয়েছেন সেও তো আমাদেরই সন্তান।''
সরোজ দেবীর মন্তব্যে পাকিস্তানের মানুষ অত্যন্ত খুশি হয়েছেন। তাঁদের অধিকাংশের মত, নীরজের মায়ের মন্তব্য মানবিকতা, স্পোর্টসম্যানশিপ এবং সম্প্রীতির বার্তা দেয়, যা দুই দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তবে এই প্রথমবার নয়, নাদিমকে নিয়ে এর আগে খোদ নীরজও ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি অনেক সময়ই বলেছেন যে, তাঁরা তো ভাইয়ের মতো। ভারত-পাকিস্তান তো একই কয়েনের উল্টো দুটি দিক।
এবারের অলিম্পিক্সে নীরজের স্বপ্ন ছিল তিনি ৯০ মিটার ছুড়বেন। সেখানে প্যারিসে দ্বিতীয় থ্রোতে নীরজ ছোড়েন ৮৯.৪৫ মিটার। সেটিও কম কৃতিত্বের নয়। তৃতীয় থ্রোয়ে ৮০ মিটারের কম ছুড়ে ফাউল করেন নীরজ। কিন্তু নাদিম দু’বার ৯০ মিটার ছুড়ে সকলের ধরাছোঁয়ার বাইরে চলে যান।
টোকিও অলিম্পিক্সের পরে নীরজ সংবর্ধনায় ভেসে যাননি। বরং তিনি ছ’মাসের মাথা থেকে বিদেশে ট্রেনিং নিতে চলে যান। তাঁর মাঝে চোটজনিত সমস্যা ছিল, কিন্তু তিনি সেটিও কাটিয়ে ওঠেন। তবে নীরজ পরপর দুটি অলিম্পিক্সে সোনা ও রুপো পেলেন, সেটিও কম গৌরবের নয়।