শেষ আপডেট: 4th October 2023 18:23
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসেও জ্যাভলিন থ্রোয়ে সোনা পেলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। তিনি অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। পাশাপাশি ডায়মন্ড লিগেও সেরার মুকুট পরেন।
স্বদেশীয় কিশোরকুমার জেনার সেরা থ্রো ৮৬.৭৭ মিটার। নীরজ সেটি টপকে থ্রো করেন ৮৮.৮৮ মিটার। তাতেই বাজিমাত করেন সোনার ছেলে। সব থেকে বড় কথা, জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা ও রুপো জিতলেন দুই ভারতীয় তারকা। এটিও নজির। পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার নাদিম সরে যাওয়ায় নীরজের কাজটি সহজ হবে ভাবা গিয়েছিল। কিন্তু দেখা গিয়েছে স্বদেশীয় কিশোর কুমার জেনা টক্কর দিয়েছেন নীরজকে। এটাই ভারতীয় অ্যাথলেটিক্সের বড় প্রাপ্তি।
Historic GOLD & SILVER for India ????????????
— India_AllSports (@India_AllSports) October 4, 2023
Neeraj Chopra wins Gold & Kishore Jena wins Silver medal in Javelin Throw.
Neeraj with SB: 88.88m
Kishore with PB: 87.54m (Also qualifies for Paris Olympics. #AGwithIAS | #IndiaAtAsianGames #AsianGames2022 pic.twitter.com/CRxQN9ZxL0
নীরজ প্রথম থ্রো করেন ৮২.৩৮ মিটার। সেটি বাতিল হয়েছিল। দ্বিতীয় থ্রো করেন ৮৪.৪৯ মিটার।
প্রথম রাউন্ডের শেষে শীর্ষে ছিলেন দুই ভারতীয়। প্রথমে ছিলেন নীরজ চোপড়া (৮২.৩৮ মিটার)। দুই নম্বরে ভারতের কিশোরকুমার জেনা (৮১.২৬ মিটার)। তিনে ছিলেন জাপানের কেঞ্জি ওগুরা (৭৩.৩ মিটার)।
চূড়ান্ত অপেশাদারিত্ব দেখালেন আয়োজক চিনের রেফারিরা। লাইনে পা পড়ল না, অথচ কিশোরকুমার জেনার থ্রো ফাউল করে দেওয়া হয়েছে। সেইসময় তীব্র প্রতিবাদ করেন কিশোর এবং নীরজ। তারপর সিদ্ধান্ত বদল করে বৈধ থ্রো বলা হল। কিশোরের থ্রো দেখানো হল ৭৯.৭৬ মিটার।
তৃতীয় থ্রোও নীরজের ক্ষেত্রে বাতিল করা হয়েছিল। এমনকী প্রথম থ্রোয়ের ক্ষেত্রে নীরজ অনেক দেরি শুরু করেন। সেইসময় বোঝা গিয়েছিল তাঁর হয়তো মনোসংযোগে ব্যাঘাত ঘটছে। কিন্তু শেষ রাতে বাজিমাতের মতোই নীরজ দেখালেন অভিজ্ঞতার কোনও বিকল্প নেই।