শেষ আপডেট: 15th May 2024 21:20
দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিকে সোনা জিতেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও জ্যাভলিনে সেরা হয়েছিলেন নীরজ চোপড়া। এবার ফেডারেশন কাপে নেমেও সোনা পেলেন সোনার ছেলে। ভুবনেশ্বরে ফেডারেশন কাপ মিটে নীরজ ছুড়লেন ৮২.৮৭ মিটার।
প্যারিস অলিম্পিক্সের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছেন নীরজ। সম্প্রতি ডায়মন্ড লিগের দ্বিতীয় পর্বে দোহায় জ্যাভলিনে দ্বিতীয় হন নীরজ। তিনি ৮৮.৩৬ মিটার ছুড়েছিলেন। প্রথম হন জ্যাকুব ভাদলেজ, মাত্র দুই সেন্টিমিটার বেশি ছুড়ে তিনি নীরজকে হারিয়েছিলেন।
দেশের মাটিতে বহুদিন পরে নেমে নীরজ সফল হলেও তাঁর পারফরম্যান্স ভাল হয়নি। কারণ তিনি লক্ষ্য করেছিলেন ৯০ মিটার। কিন্তু সেই লক্ষ্যের অনেকদূরে তাঁর অবস্থান। নীরজ প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতি নিচ্ছেন জার্মানিতে। তিনি গত তিনবছর ধরে টানা ভাল পারফরম্যান্স করছেন।
২০২১ সালে শেষবার পাঞ্জাব কা পুত্তর ফেডারেশন কাপে নেমে সেরা হয়েছিলেন। এবারও তিনবছরের মাথায় নেমে সফল। কিন্তু পাখির চোখের মতো নীরজের লক্ষ্য প্যারিসে সোনা অর্জন। সেই উদ্দেশেই তিনি প্রস্তুতি নিচ্ছেন। দেশের মাঠে নেমে দেখতে চেয়েছিলেন তিনি নিজের ছন্দ দেখাতে পারছেন কিনা। সেই ছন্দ থাকলেও ৯০ মিটারের ধারেকাছে যেতে পারলেন না। দেশে তাঁর প্রতিদ্বন্দ্বী কিশোর জেনার পারফরম্যান্স ভাল হয়নি। তিনি ফাইনালেও উঠতে পারেননি।