শেষ আপডেট: 9th August 2024 01:50
দ্য ওয়াল ব্যুরো: নীরজ চোপড়া পারলেন না। ভারতের ১৪০ কোটি মানুষের প্রত্যাশার চাপ নিতে ব্যর্থ গত অলিম্পিক্সের সোনার ছেলে। তাঁকে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। প্যারিসের ফাইনালে ৫টি ফাউল থ্রো হওয়াই টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে। নীরজের কাছে কঠিন হয়ে গিয়েছিল লড়াই। তারপর পাকিস্তানের আর্শাদ নাদিমের ৯২.৯৭ মিটারের অলিম্পিক্স রেকর্ড সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। সেইসময়ই মনে হয়েছে নীরজের কাছে সোনা নয়, অন্য দুটি পদক জয়ই লক্ষ্য হতে পারে।
নীরজের স্বপ্ন ছিল তিনি ৯০ মিটার ছুড়বেন। সেখানে প্যারিসে দ্বিতীয় থ্রোতে নীরজ ছুড়লেন ৮৯.৪৫ মিটার। সেটিও কম কৃতিত্বের নয়। তৃতীয় থ্রোয়ে ফের ৮০ মিটারের কম ছুড়ে ফাউল করেছেন নীরজ। কিন্তু নাদিম দু’বার ৯০ মিটার ছুড়ে সকলের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন।
সেখানে যোগ্যতাপর্বের রাউন্ডে অলিম্পিক্সের প্রথম থ্রোতে নীরজ দেখিয়েছিলেন তিনি স্বপ্নের ছন্দে রয়েছেন। প্যারিসে তিনি যা পারফরম্যান্স দেখালেন, তাতে বৃহস্পতিবার ফাইনালে তিনি ছন্দে থাকবেন, ভাবাই গিয়েছিল। প্যারিসে পৌঁছেই নীরজ বার্তা দিয়েছিলেন, সময় এসে গিয়েছে। সেই সময়ও এল। কিন্তু তাঁকে দেখে মনে হয়েছে তিনি চাপে রয়েছেন।
নীরজ অবশ্য ফাইনালে প্রথম থ্রোতেই ফাউল করেছেন। কারণ জ্যাভলিন ছোড়ার সময় তিনি বর্ডার লাইন স্পর্শ করে দিয়েছিলেন।
তিনি টোকিও অলিম্পিক্সে সেরা জ্যাভলিন ছুড়েছিলেন ৮৭.৫৮ মিটার। সেখানে তিনি যোগ্যতা পর্বেই .৮৪ মিটার দূরে ছুড়ে চমক দেখিয়েছিলেন।
অলিম্পিক্সের জ্যাভলিনের নিয়মে রয়েছে, কোনও জ্যাভলিন থ্রোয়ার ৮৪ মিটার ছুড়তে পারলেই তিনি সরাসরি ফাইনালে চলে যান। নীরজ সেদিক থেকে প্রথম থ্রোতেই বাজিমাত করেছিলেন।
THE 89.45M THROW OF NEERAJ CHOPRA. ????????pic.twitter.com/Zi4V1dxkzy
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 8, 2024
ভারতের আরও এক জ্যাভলিন থ্রোয়ার কিশোর জেনা ‘এ’ গ্রুপ থেকে ফাইনালে যেতে ব্যর্থ। তিনি ৮০.৭৩ মিটার ছুড়ে প্রথম ১২-তে সুযোগ পাননি।
টোকিও অলিম্পিক্সের পরে নীরজ সংবর্ধনায় ভেসে যাননি। বরং তিনি ছ’মাসের মাথা থেকে বিদেশে ট্রেনিং নিতে চলে গিয়েছেন। তাঁর মাঝে চোটজনিত সমস্যা ছিল, কিন্তু তিনি সেটিও কাটিয়ে উঠেছেন।
প্যারিসের যোগ্যতামান পর্বে নীরজের পারফরম্যান্স নিয়ে বিশেষজ্ঞরা দুটি বিষয় ভাবছিলেন। এক, তিনি কি সেরা ফর্ম আগেই দেখিয়ে দিলেন? এটি যদি তাঁর ক্ষেত্রে আত্মতুষ্টি হয়, তা হলে সমস্যা হয়ে যাবে। সেটাই হতে চলেছিল ভারতের তারকার ক্ষেত্রে। তিনি মোট ৫টি ফাউল থ্রো করেছেন, ওই একটা থ্রোয়ে ৮৯.৪৫ মিটার না ছুড়লে তিনি পদকই পেতেন না। তবে নীরজ পরপর দুটি অলিম্পিক্সে সোনা ও রুপো পেলেন, সেটিও কম গৌরবের নয়। সব দিন সমান যায় না, বুঝলেন নীরজও।
Heartiest congratulations to @Neeraj_chopra1 for winning the silver medal in Javelin in #ParisOlympics2024!
— Mamata Banerjee (@MamataOfficial) August 8, 2024
What a marvellous performance by our golden boy! The entire nation will rejoice in this glorious victory!
Jai Hind!!
নীরজ রুপো পাওয়ার পরে তাঁকে নানা প্রান্ত থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বার্তায় জানান, নীরজ চোপড়াকে শুভেচ্ছা তিনি দেশের হয়ে জ্যাভলিনে রুপো পেয়েছেন। সোনার ছেলের কী চমকপ্রদ পারফরম্যান্স। সারা দেশ তাঁকে এই সাফল্যের জন্য শুভকামনা জানাবে।