শেষ আপডেট: 30th May 2024 17:22
দ্য ওয়াল ব্যুরো: দীনেশ কার্তিক সম্পর্কে বিরাট কোহলি সম্প্রতি একটি মন্তব্য করেছেন। সেখানে কোহলি জানিয়েছেন, দীনেশের (কার্তিক) সঙ্গে কথা বললে মন ভাল হয়ে যায়। খেলা ছাড়াও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে ও যা জানে, সেটি শুনেও অনেক কিছু জানা যায়, শেখা যায়। কোহলি এও বলেছেন, তিনি যখন ফর্মে ছিলেন না, সেইসময় দীনেশের সঙ্গে কথা বলে আমার মনের মধ্যে চলা দ্বিধার অবসান ঘটেছিল। ও খুব সহজে আমার লক্ষ্য পরিষ্কার করে দিয়েছিল। দীনেশ আমার ভাল বন্ধু।
আইপিএলের মঞ্চেই কার্তিক এবার অবসর ঘোষণা করে দিয়েছেন। তিনি সদ্য সমাপ্ত বিনোদন ক্রিকেট লিগে ভাল খেলেছেন, স্ট্রাইকরেটও ছিল নজরকাড়া। কম সময়ে ব্যাটিং করে দ্রুত রান তোলার ক্ষেত্রে কার্তিক এখনও সেরা। অবসর নেওয়ার পরেও কার্তিকের ঠাসা কর্মসূচি রয়েছে। তিনি টি ২০ বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার কাজ করবেন।
পাশাপাশি আরও একটি কাজে তাঁকে দেখা যাবে জুলাই মাসে। অলিম্পিক্স শুরু হবে প্যারিসে, সেখানেও গেট সেট গোল্ড নামে শীর্ষক একটি অনুষ্ঠান করবেন ভারতের এই নামী ক্রিকেটার। কার্তিক সেই কারণেই জ্যাভলিন শিখতে নীরজ চোপড়ার শরণাপন্ন হয়েছেন। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে, কার্তিক জ্যাভলিন ছুড়ছেন ভারতের সোনার ছেলে নীরজের সামনেই। কার্তিকের জ্যাভলিন ছোড়ার ভঙ্গিমায় মুগ্ধ দেশের সেরা অ্যাথলিটও। কার্তিককে দেখা গেছে পেশাদার অ্যাথলিটের মতোই বর্শা ছুড়ছেন।
নীরজ যে স্টাইলে সাধারণত বর্শা ছোড়েন, সেই একই কায়দায় তিনিও জ্যাভলিন ছুড়ে তাক লাগিয়েছেন। অলিম্পিক্সে বিশেষজ্ঞ্ের ভূমিকা পালন করতে কার্তিক ইতিমধ্যেই হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন। ক্রিকেট মাঠের বাইরেও চমক দেখাতে তৈরি কার্তিক, যাঁর স্ত্রী দীপিকা পাল্লিকালও অলিম্পিক্সে যাবেন স্কোয়াশ ইভেন্টে অংশ নিতে।