শেষ আপডেট: 4th October 2023 20:03
দ্য ওয়াল ব্যুরো: চিনের আয়োজকদের ওপর ক্ষুব্ধ নীরজ চোপড়া। প্রথম থ্রোটি বাতিল হয়ে গিয়েছিল নীরজের। তাঁকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। সেই নিয়ে তিনি চিনের রেফারির কাছে কৈফিয়ত চান।
থ্রো শুরুর মুহূর্তে দেখা গিয়েছে ভারতীয় কিংবদন্তি জ্যাভলিন থ্রোয়ার বহুক্ষণ অপেক্ষা করছেন। সেইসময় মনে করা হয়েছিল, নীরজই হয়তো নিজের থ্রো করার জন্য বেশি প্রস্তুতি নিচ্ছেন। আদতে তা নয়। চিনের রেফারি ১৩ মিনিট অপেক্ষা করছিলেন নীরজের থ্রো দেখার জন্য।
জ্যাভলিন কিংবা ডিসকাসের ক্ষেত্রে অ্যাথলিটের শরীর ঠান্ডা হয়ে গেলে সমস্যা হয়ে থাকে। নীরজকে দেখা যায় একটু হলেও চঞ্চল হয়ে উঠেছেন। তিনি বারবার জ্যাকেট বদলে শরীর গরম করছিলেন।
অলিম্পিক্স কিংবা ডায়মন্ড লিগের ক্ষেত্রে দেখা গিয়েছিল নীরজ প্রথম থ্রোতেই বাজিমাত করেন। এদিনও করেছিলেন। দেখা যায় ৮৫ মিটার ছুড়েছেন। কিন্তু চিনের রেফারির চক্রান্তকে হারিয়ে নীরজ নিজের চতুর্থ থ্রোতেই সোনা জিতে নেন। হারান স্বদেশীয় জ্যাভলিন থ্রোয়ার কিশোর কুমার জেনাকে। কিশোরও সতীর্থ হয়ে নীরজকে বড় বেগ দিয়েছেন। কিশোর ৮৬.৭৭ মিটার ছুড়ে রুপো জিতলেও তিনি প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র আদায় করে নিয়েছেন।
জেনা দেখালেন তিনিও নীরজের মঞ্চে দাগ কাটার ক্ষমতা রাখেন। প্যারিস অলিম্পিক্সে দুই ভারতীয় থ্রোয়ারের দিকে তাকিয়ে থাকবে দেশ। পাশাপাশি এটাও বলা যায়, এদিন নীরজ দেখালেন স্পোর্টসম্যান স্পিরিট কাকে বলে! তিনি নিজেও ৮৮.৮৮ মিটার ছুড়ে সোনা পেলেন।
কিশোর জেনা তাঁর বড় প্রতিপক্ষ হলেও তাঁর একটি থ্রো বাতিল করে দিয়েছেন চিনের রেফারি। নীরজ জানতে চান কী কারণে কিশোরের থ্রো বাতিল করা হল। বর্শা ছোড়ার সময় দেখা যায়, কিশোর আদৌ লাইন টপকাননি। তিনি নিয়ম মেনেই থ্রো করেছেন। নীরজের প্রতিবাদে কাজ হয় অবশেষে। এটাই ভারতীয় দলের একতা। যা দৃষ্টান্ত হয়ে গেল গেমস আঙিনায়।