শেষ আপডেট: 6th August 2024 16:07
দ্য ওয়াল ব্যুরো: নীরজ চোপড়া ফাইনালে চলে গেলেন। তিনি স্বপ্নের জ্যাভলিন ছুড়লেন প্যারিসের প্রথম ধাপেই। কেউ সেটি ভাবতেই পারেননি।
নীরজের স্বপ্ন ছিল তিনি ৯০ মিটার ছুড়বেন। সেখানে অলিম্পিক্সের প্রথম থ্রোতে নীরজ দেখালেন তিনি স্বপ্নের ছন্দে রয়েছেন। প্যারিসে তিনি যা পারফরম্যান্স দেখালেন, তাতে বৃহস্পতিবার ফাইনালে ওই ফর্ম দেখাতে পারলে নীরজের সোনা নিশ্চিত।
তিনি টোকিও অলিম্পিক্সে সেরা জ্যাভলিন ছুড়েছিলেন ৮৭.৫৮ মিটার। সেখানে তিনি এবার .৮৪ মিটার দূরে ছুড়ে চমক দেখিয়েছেন।
অলিম্পিক্সের জ্যাভলিনের নিয়মে রয়েছে, কোনও জ্যাভলিন থ্রোয়ার ৮৪ মিটার ছুড়তে পারলেই তিনি সরাসরি ফাইনালে চলে যান। নীরজ সেদিক থেকে প্রথম থ্রোতেই বাজিমার করেছেন। ভারতের আরও এক জ্যাভলিন থ্রোয়ার কিশোর জেনা ‘এ’ গ্রুপ থেকে ফাইনালে যেতে ব্যর্থ। তিনি ৮০.৭৩ মিটার ছুড়ে প্রথম ১২-তে সুযোগ পাননি।
Legend for a reason ???? pic.twitter.com/BPzaSPXWyY
— Veena Jain (@DrJain21) August 6, 2024
টোকিও অলিম্পিক্সের পরে নীরজ সংবর্ধনায় ভেসে যাননি। বরং তিনি ছ’মাসের মাথা থেকে বিদেশে ট্রেনিং নিতে চলে গিয়েছেন। তাঁর মাঝে চোটজনিত সমস্যা ছিল, কিন্তু তিনি সেটিও কাটিয়ে উঠেছেন।
প্যারিসের যোগ্যতামান পর্বে নীরজের পারফরম্যান্স নিয়ে বিশেষজ্ঞরা দুটি বিষয় ভাবছেন। এক, তিনি কি এদিনই সেরা ফর্ম দেখিয়ে দিলেন? এটি যদি তাঁর ক্ষেত্রে আত্মতুষ্টি হয়, তা হলে সমস্যা হয়ে যাবে। কিন্তু এই ফর্ম যদি তাঁকে আত্মবিশ্বাস দেয়, তা হলে বৃহস্পতিবারেও সোনা ফলাবেন পাঞ্জাব কা পুত্তর।
গ্রুপ বি থেকে নীরজ ছাড়াও সরাসরি যোগ্যতা অর্জন করেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (৮৮.৬৩) এবং পাকিস্তানের আর্শাদ নাদিম (৮৬.৫৯)।