শেষ আপডেট: 31st July 2024 14:06
দ্য ওয়াল ব্যুরো: নীরজ চোপড়ার দিকে তাকিয়ে পুরো ভারত। তিনি মানে আশাবাদ, তিনি মানে আশার আলো। প্যারিস অলিম্পিক্সে ভারত ইতিমধ্যেই দুটি ব্রোঞ্জ পেয়েছে। আর দুটি পদকের মালকিন হলেন শুটার মনু ভাকের। ২২ বছরের তরুণী প্যারিসে ভারতের ‘হিরো’।
ভারত অবশ্য সোনার জন্য তাকিয়ে রয়েছে নীরজের দিকে। জ্যাভলিন ইভেন্ট শুরু ৬ অগস্ট, ফাইনাল ৮ অগস্ট। সেদিনই নীরজের আসল পরীক্ষা। তিনি চোটের কারণে কয়েকদিন ভুগেছিলেন। তারপর অবশ্য ঘরে বসে থাকেননি, চলে যান জার্মানিতে। সেখানে নিবিড় অনুশীলন করেছেন। এমনকী প্যারিসের আগেও তিনি তুরস্কে প্রস্তুতি সেরেছেন।
বুধবার গেমস ভিলেজে এসে দেশের সোনার ছেলে জানিয়ে দিয়েছেন, ‘‘নমস্কার প্যারিস। সময় এসে গিয়েছে ইন্ডিয়া! এটাই পারফরম্যান্সের সেরা সময়।’’ কেরল থেকে কয়েকজন প্যারিসে পৌঁছে গিয়েছেন নীরজকে সমর্থন করার জন্য। তাঁরা গ্যালারিতে থাকবেন তেরঙ্গা নিয়ে।
নীরজ সবকিছু জানেন, তিনি পাখির চোখের মতো শুধু সোনার পদক দেখছেন। তিনি ৮৮.৬৬ মিটার ছুড়েছেন, লক্ষ্য ৯০ মিটার। সেটি করতে পারলে তিনি বিশ্বরেকর্ড গড়বেন। এখনও গেমসে অ্যাথলেটিক্স শুরু হয়নি। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পদক প্রাপ্তির আশা কম, একজনই আশা, নীরজ। পাঞ্জাব কা পুত্তরের দিকে তাকিয়ে সারা দেশ। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি বলেছেনও, প্যারিস থেকে ফিরে তিনি মায়ের হাতের চুরমা মোদীকে খাওয়াবেন। জিতলে অবশ্য প্রধানমন্ত্রীই কথা বলবেন নীরজের সঙ্গে।