শেষ আপডেট: 12th August 2024 15:25
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে দুটি ভিডিও। প্যারিসেই রবিবার সমাপ্তি অনুষ্ঠানের দিনই দেখা গিয়েছে নীরজ চোপড়া ও মনু ভাকের একান্তে দু’জনের মধ্যে কথা বলছেন। নীরজকে দেখা গিয়েছে মাথা নিচু করে মনুর কথা শুনছেন। সেই ভিডিওর পাশেই দেখা গিয়েছে নীরজের সঙ্গে মনুর মা সুমেধা ভাকেরও কথা বলছেন। এমনকী তাঁদের মধ্যে কী আলোচনা হচ্ছে, সেটির অডিও শোনা গিয়েছে। যেখানে মনুর মা রুপো জয়ী জ্যাভলিন তারকাকে বলছেন, আমার মেয়ের তো বিয়ের সম্বন্ধ চলছে। তারপরেই দেখা গিয়েছে, মনুর মা নীরজের হাত নিজের মাথায় চেপে ধরেছেন। বোঝাই গিয়েছে, মনুর ব্যাপারে নীরজকে প্রকাশ্যেই প্রস্তাব দিয়েছেন সুবেধা দেবী।
সেটি সকলের সামনেই ঘটেছে, পাশেই দাঁড়িয়েছিলেন দেশের অন্যান্য অ্যাথলিটরাও। এমনকী মনু ও নীরজ যখন একান্তে কথা বলছেন, সেইসময়ও অতি উৎসাহে সুমেধা দেবী দু’জনের ফটো তুলে রাখছেন মোবাইলে।
Manu bhaker mom taking some promise from Neeraj Chopra looks like some serious talk ????
— Jeet (@JeetN25) August 12, 2024
What do you think? ????#manubhaker #NeerajChopra #Paris2024 https://t.co/1QKSG6O1Ft pic.twitter.com/7r9QxJJI54
Neeraj Chopra and Manu Bhaker ..Baat Pakki samjhein? ????????❤️ pic.twitter.com/c09JWH4960
— Rosy (@rose_k01) August 12, 2024
এরপরেই সর্বভারতীয় মিডিয়াতে গুঞ্জন শুরু, দুই পদকজয়ী কি মন দেওয়া-নেওয়া করে নিলেন অলিম্পিক্সের মঞ্চেই? কারণ নীরজেরও যেমন স্পেশাল কোনও বান্ধবী নেই, তেমনি মনুরও প্রিয়জন বলে কেউ আছেন, শোনা যায়নি। সেই কারণেই পাঁচে পাঁচে দশ করার হিসেবের আয়োজন চলছে! অনেকেই মনে করছেন, নীরজ ও মনুর মধ্যে বিয়ে হলে দারুণ হবে। অনেকেই কমেন্টস করেছেন, এই জুটির কোনও তুলনা হবে না!
মনু প্যারিসে জোড়া ব্রোঞ্জের অধিকারী, তিনি ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টের পাশে দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন। নীরজ টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন, কিন্তু প্যারিসের জ্যাভলিন ফাইনালে ৮৯.৪৫ মিটার ছুড়ে রুপো পান। ওই ইভেন্টে পাকিস্তানের আর্শাদ নাদিম সোনা জিতেছেন ৯২.৯৭ মিটার বর্শা ছুড়ে।