শেষ আপডেট: 8th August 2024 16:12
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার অলিম্পিক্সে ভারতের দুটি পদক আসতে পারে। ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদকের ম্যাচে খেলবে ভারতীয় সময়ে বিকাল সাড়ে পাঁচটার সময়। হরমনপ্রীত সিংরা খেলবেন স্পেনের বিপক্ষে।
গত সেমিফাইনাল ম্যাচে ভারত ২-৩ গোলে হার মানে জার্মানির কাছে। খেলার একটা সময় ২-২ ছিল, সেই অবস্থা থেকে ভারত খেলার ছ’মিনিট আগে গোল হজম করেছে। ওই ম্যাচে হারের কারণে ভারতের ৪৪ বছর পরে অলিম্পিক্স সোনা জয়ের হাতছানি শেষ হয়ে গিয়েছে। ১৯৮০ মস্কো অলিম্পিক্সে ভারতীয় হকিতে শেষ সোনা এসেছিল। প্রসঙ্গত, গতবার গেমস হকিতে ভারতীয় পুরুষ দল ব্রোঞ্জ পদক পেয়েছিল।
ভারতের আরও একটি ইভেন্ট ঘিরেও আকর্ষণ রয়েছে। জ্যাভলিনে নীরজ চোপড়া জ্যাভলিন ফাইনালে নামবেন ভারতীয় সময়ে বৃহস্পতিবার রাত ১১-৫৫ মিনিটে। জ্যাভলিনের যোগ্যতাপর্বের ম্যাচেই নীরজ ৮৯.৩৪ মিটার ছুড়ে রেকর্ড গড়েছেন। তিনি যদি ওই ফর্ম ধরে রাখতে পারেন, তা হলেও তাঁর সোনা বাধা। গত টোকিও অলিম্পিক্সেও নীরজ সোনা পেয়েছিলেন। তাঁর কাছে দেশের অনেক প্রত্যাশা।
চলতি গেমসে ভারতের ছয় ক্রীড়াবিদ চতুর্থ স্থানে শেষ করেছেন। এমনকী গত রাতে ৪৯ কেজি ভারোত্তোলনেও মীরাবাই চানু চারে শেষ করেছেন। গেমসের বাকি তিনদিনে ভারতের পদক প্রাপ্তির হিসেবে ধরলে আরও তিন ক্ষেত্রে পদকের সম্ভাবনা রয়েছে। ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ভারতের আমন সেরওয়াত ও অংশু মালিক শেষ আটে গিয়েছেন। আমনের ম্যাচ চলছে, পরে নামবেন অংশু।