শেষ আপডেট: 8th September 2024 16:11
দ্য ওয়াল ব্যুরো: নবদীপ সিংয়ের সৌজন্যে এল আরও একটি সোনা। জ্যাভলিনে ভারতের প্রথম স্বর্ণপদক। এই ইভেন্টে সোনা জয়ী অ্যাথলিট ইরানের বেত সাইয়া সাদেখ ডিসকোয়ালিফাই হয়েছে। সেই কারণেই তাঁকে বাতিল করা হয়। যার ফলে পদক বদলে যায় নবদীপের।
প্যারিস প্যারালিম্পিকে জয়জয়কার ভারতের। এখনও অবধি ২৯টি পদক হয়ে গিয়েছে। টোকিও প্যারালিম্পিকে ১৯টি পদক এসেছিল দেশে। এবার নবদীপের সৌজন্যে এল আরও একটি সোনা।
তিন বছর আগে টোকিওতে হরিয়ানার ২৩ বছরের নবদীপ চতুর্থ স্থানে শেষ করে। এবার প্যারিসে তাঁর মুকুটে সাফল্যের পালক। জ্যাভলিনের এফ ৪১ ফাইনালে ব্যক্তিগত সেরা থ্রোয়ে রুপো পেয়েছিলেন। ৪৭.৩২ মিটার দূরে বর্শা ছোড়েন তিনি।
অন্যদিকে সোনা জেতেন ইরানের বেত সাইয়া সাদেখ। কিন্তু সোনা জয়ের পর বারবার একটি পতাকা দেখানোয় অলিম্পিক্স কমিটি তাঁকে বাতিল করে দেয়। কারণ নিয়ম এই যে কোনও রাজনৈতিক উদ্দেশ্যকে কমিটি সমর্থন করে না। আর তাতেই কপাল খুলে যায় নবদীপের।
মহিলাদের ২০০ মিটার টি ১২ বিভাগে ব্রোঞ্জ জিতছেন সিমরন শর্মা। পুরুষদের হাইজাম্পে সোনা জেতেন প্রবীণ। ২.০৮ মিটার লাফ দিয়ে এশিয়ার মধ্যে রেকর্ড সৃষ্টি করেন তিনি।