Latest News

চলতি মাসের পুরোটাই মারাদোনা লেখা জার্সি পরে খেলবে নাপোলি

দ্য ওয়াল ব্যুরো: দিয়েগো মারাদোনা (Diego Maradona) শুধু পৃথিবীতেই নেই, না হলে তিনি ফুটবল প্রেমীদের হৃদয়ে অবস্থান করছেন। না হলে তিনি চলে গিয়েছেন একবছর হয়ে গেল, কিন্তু নভেম্বর মাসে চিরবিদায় নিয়েছিলেন বলে তাঁকে বিশেষভাবে স্মরণ করছে নাপোলি (Napoli)।

ইতালির নামী ক্লাব নাপোলিকে বিখ্যাত করেছিলেন মারাদোনা। তিনি থাকার সময় ইউরোপের নামী সব খেতাব পেয়েছিল দলটি। গতবছরের ২৫ নভেম্বর মারাদোনার চিরবিদায় হয়েছিল। তাই নাপোলি ক্লাব কর্তৃপক্ষ ঠিক করে, চলতি মাসের পুরোটাই মারাদোনা লেখা জার্সি পরে খেলবেন ওই ক্লাবের ফুটবলাররা।

আরও পড়ুন: ৩৩ সদস্যের দল ঘোষণা ইস্টবেঙ্গলের, তেকাঠির নিচে তিনজনই বঙ্গসন্তান

১৯৮৪ সালে বার্সেলোনা থেকে নাপোলিতে নাম লিখিয়ে ক্লাবটির ইতিহাসই বদলে দেন মারাদোনা। এনে দেন অভূতপূর্ব সাফল্য। এর ফলে ক্লাবটির সমর্থক এবং ওই শহরের মানুষদের কাছে মারাদোনা অমর হয়ে রয়েছেন।

নাপোলি নিজেদের স্টেডিয়ামের নাম মারাদোনার নামে করে দিয়েছিল। এবার প্রয়াত কিংবদন্তি আর্জেন্টাইনকে সম্মান জানাতে নভেম্বর মাসের পুরোটা তার ছবিসহ বিশেষ জার্সি পরে খেলবে নাপোলি। রবিবার রাতে ভেরোনার বিপক্ষে মারাদোনার ছবিসহ বিশেষ ওই জার্সি পরে খেলতেও নেমেছিলেন লরেঞ্জো ইনসিনিয়েরা।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

 

 

You might also like