Date : 8th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
তোলাবাজির অভিযোগে হাওড়া তৃণমূলের এক নেত্রীর স্বামীর চাকরি গেল, রাতেই নির্দেশ পুলিশ কমিশনারেটের'ঐশ্বর্যার ব্রায়ের হুকটা চেপে ধরে...' পরিচালকের কথা মতো সকলের সামনেই সেই কাজ করেন ববিউঁকি দিচ্ছে বক্ষযুগল, স্পষ্ট সবুজ ব্রাও, দিশার খোলামেলা পোশাক দেখে লোকজন বলছে, 'উফ কী সেক্সি!'দিল্লিতে পুরনো গাড়িকে আর তেল দেবে না পেট্রল পাম্প, কলকাতা কতদূর?‘মেট্রো… ইন দিনো’র সাফল্যে আপ্লুত সারা আলি খান, বললেন, 'আমি যা কিছু করি সবই...''কসবাকাণ্ডে নির্লজ্জ মিথ্যাচার করছে বিজেপি', কার্তিকের প্রসঙ্গ টেনে বড় হুঁশিয়ারি কুণালেরটলিপাড়ার অচলাবস্থায় ক্ষুব্ধ হাইকোর্ট, ৭ দিনের মধ্যে সমাধানের নির্দেশ বিচারপতিরপ্রাক্তন প্রেমিকাকে খুন, রাগের বশে ছ'মাসের শিশুকেও কোপাল যুবক! দিল্লিতে নৃশংস হত্যাকাণ্ডভারতীয় নার্সের ফাঁসি ১৬ জুলাই, শেষ চেষ্টাও ব্যর্থ হলকসবাকাণ্ড: ২২ জুলাই পর্যন্ত মনোজিৎ-সহ চার অভিযুক্তর জেল হেফাজতের নির্দেশ
Arshad Nadeem

নিষেধাজ্ঞার তালিকায় নাদিমের ইনস্টাগ্রাম, খোলা যাচ্ছে না অলিম্পিক্স সোনা জয়ীর অ্যাকাউন্ট

পহেলগামে সন্ত্রাসী হানার পরেই ভারতে পাকিস্তানের একাধিক ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। অনেক পাক ব্যক্তিত্বের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও নিষিদ্ধ করা হয়েছে। এবার নিষিদ্ধ তালিকায় নাদিমও। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারত থেকে আর খোলা যাচ্ছে না।

নিষেধাজ্ঞার তালিকায় নাদিমের ইনস্টাগ্রাম, খোলা যাচ্ছে না অলিম্পিক্স সোনা জয়ীর অ্যাকাউন্ট

আরশাদ নাদিম

শেষ আপডেট: 1 May 2025 13:02

দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম (Pahalgam) কাণ্ডের জেরে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। যার প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্রেও। দেশের ক্রীড়াবিদরাও সন্ত্রাসী হামলায় নিহত নিরীহ পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের।

এই আবহে সম্প্রতি খবরের শিরোনামে এসেছিলেন অলিম্পিক্সে সোনা জয়ী পাক জ্যাভলার (Jyavlar) আরশাদ নাদিম (Arshad Nadeem)। ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার আমন্ত্রণে তাঁরই নামাঙ্কিত প্রতিযোগিতায় ভারতে আসা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন নাদিম। শেষ পর্যন্ত পাকিস্তানের এই জ্যাভলার অবশ্য ভারতে আসেননি। কারণ হিসাবে জানিয়েছিলেন, এশিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন তিনি।

ফের খবরের শিরোনামে এসেছেন আরশাদ নাদিম। আসলে পহেলগামে সন্ত্রাসী হানার পরেই ভারতে পাকিস্তানের একাধিক ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। অনেক পাক ব্যক্তিত্বের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও নিষিদ্ধ (Banned) করা হয়েছে। এবার নিষিদ্ধ তালিকায় নাদিমও। তাঁর ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্ট ভারত থেকে আর খোলা যাচ্ছে না।

উল্লেখ্য, কিছু দিন আগে নিজের আয়োজিত প্রতিযোগিতা ‘এনসি ক্লাসিকে’ নাদিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন নীরজ চোপড়া। আর তার ঠিক পরেই পহেলগামের জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার পর নাদিমকে কেন আমন্ত্রণ জানানো হয়েছে, সেই নিয়ে দেশবাসীর নিন্দা এবং আক্রমণের মুখে পড়তে হয় ভারতের সোনার ছেলেকে।

তবে এর জবাব দিয়ে নীরজ সোশ্যাল মিডিয়ায় পাল্টা লিখেছিলেন, “আরশাদ নাদিমকে এনসি ক্লাসিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর এই নিয়ে দেখছি প্রচুর কথা হচ্ছে। যার অধিকাংশই খুব ঘৃণ্য। এ সবের মধ্যে টেনে আনা হয়েছে আমার পরিবারকেও। আমার মার আরশাদ সম্পর্কে একটি মন্তব্যকে কেন্দ্র করে নানা কথা হচ্ছে। শুধু ঘৃণা আর কটূক্তি। একজন ক্রীড়াবিদ হিসাবে নাদিমকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর বেশি কিছু নয়। আমি চেয়েছিলাম এই টুর্নামেন্টের মাধ্যমে বিশ্বসেরাদের ভারতে আনা। পহেলগাঁও কাণ্ডের আগেই সবার কাছে আমন্ত্রণ চলে গিয়েছিল। পরের ৪৮ ঘণ্টায় যা ঘটেছে, তার পর আরশাদের এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।”
পাশাপাশি নীরজ সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেন
, “খুব কম কথার মানুষ আমি। তার মানে এই নয় যে, কোনও ভুল দেখলে কথা বলব না। আর যখন আমার দেশপ্রেম এবং পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন তো মুখ খুলবই। আমার কাছে দেশ সব সময় আগে। যে সব মানুষ নিজের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। পহেলগাঁওয়ে যা ঘটেছে, তা নিয়ে গোটা দেশের মতো আমিও শোকাহত এবং ক্ষুব্ধ। আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী যে, আমার দেশ ঠিক এর জবাব দেবে এবং দেশের শক্তি প্রদর্শন করবে।”


ভিডিও স্টোরি