শেষ আপডেট: 31st January 2025 15:01
দ্য ওয়াল ব্যুরো: বিদেশি শিল্পীরা দেশে এসে জাঁকজমকপূর্ণ আসর বসালে দেশের অর্থনীতি চাঙ্গা হয়। ‘কনসার্ট ইকোনমি’ নিয়ে সম্প্রতি ইতিবাচক মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন আগে কোল্ডপ্লে এসে মুম্বই মাতিয়ে গেছে। এবার সেই তালিকায় জুড়ল এড শিরানের নাম।
ফারাক একটাই। ব্রিটিশ রক ব্যান্ড মুম্বইয়ে শো চলাকালীন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহর নামে জয়ধ্বনি দিয়েছিলেন। এড শিরান হাঁটলেন উলটো পথে। তিনি তাঁর স্বদেশি ক্রিকেটারদের সঙ্গে কাটালেন সময়, দিলেন আড্ডা, উপহার হিসেবে পেলেন অধিনায়ক জস বাটলারের সই করা জার্সি।
A 'Perfect' evening! ???? ????
— England Cricket (@englandcricket) January 30, 2025
Thank you to @edsheeran for inviting our squad and backroom staff to the opening night of his India tour in Pune ????
After catching up backstage, Ed and @josbuttler swapped shirts - with Jos now the proud owner of a signed @IpswichTown top ???? ????
????… pic.twitter.com/UalJMkqt73
আজ পুনের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। আর এই আবহে ভারতে ‘ম্যাথমেটিক্স’ সফরে এসেছেন এড। এটা তাঁর চতুর্থ ট্যুর। গতকাল পুনের সমর্থকদের মাতিয়ে রাখেন তিনি। আর তাতে যোগ দেয় ইংল্যান্ডের খেলোয়াড়রাও। ব্যাকস্টেজে সকলে মিলিত হন। হাসি-আড্ডায় মেতে ওঠেন। ইংল্যান্ড ক্রিকেট দলের তরফে অধিনায়ক জস বাটলারের সই করা একটি জার্সি উপহার দেওয়া হয়। অন্যদিকে এড শিরান তাঁর প্রিয় ক্লাব ইপ্সউইচ টাউনের জার্সি তুলে দেন ইংল্যান্ড ক্রিকেটারদের হাতে।
এই অন্তরঙ্গ মুহূর্তকে এক-হ্যান্ডলে শেয়ার করেছে ইংল্যান্ড ক্রিকেট টিম—‘একটা নিখুঁত সন্ধ্যা! এড শেরানকে ধন্যবাদ খেলোয়াড় ও কোচিং স্টাফদের অমন্ত্রণ জানানোর জন্য। ব্যাকস্টেজে বাটলার ও শেরান জার্সি বিনিময় করেছেন।‘
উল্লেখ্য, চলতি পাঁচ ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে আছে। কলকাতা ও চেন্নাইয়ে সূর্যকুমার যাদবেরা শেষ হাসি হাসলেও ইংল্যান্ড বাহিনী রাজকোটের ম্যাচ জিতে নেয়। চতুর্থ খেলা আজ, পুনেতে।