শেষ আপডেট: 6th March 2025 12:57
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি। টুর্নামেন্টের গ্রুপ পর্বে একটাও ম্যাচ জিততে না পেরে অবশেষে বিদায় নিয়েছে। নেহাত পাকিস্তানের বিরুদ্ধে আয়োজিত ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল, তাই অন্তত ১ পয়েন্ট তারা সংগ্রহ করেছে। নাহলে সেটুকুও আসত না। এই পরিস্থিতিতে বুধবার (৫ মার্চ) আচমকাই একদিনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। প্রশ্ন উঠছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের এমন ন্যক্কারজনক পারফরম্যান্সের কারণেই কি এই সিদ্ধান্ত তিনি গ্রহণ করলেন? উত্তর নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দল যা পারফরম্যান্স করেছে, তা একেবারে কহতব্য নয়। প্রথমে তারা ভারতের কাছে হেরে যায়। এরপর নিউজিল্যান্ডও তাদের দুরমুশ করল। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার কথা থাকলেও, বৃষ্টির কারণে সেই ম্যাচটা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মুশফিকুর ভারতের বিরুদ্ধে তো রানের খাতাই খুলতে পারেননি। শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি মাত্র ২ রানই করতে পেরেছিলেন। প্রসঙ্গত, ২০২২ সালের পর থেকে মুশফিকুর কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেননি। পাশাপাশি, ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি শেষ টেস্ট ম্যাচ খেলেছেন। এই পরিস্থিতিতে মুশফিকের ওয়ানডে অবসর নিয়ে ক্রমশ জলঘোলা হতে শুরু করেছে।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের অবসরের কথা জানিয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। লিখেছেন, 'হতে পারে যে আন্তর্জাতিক ক্রিকেটে আমরা খুব একটা বেশি সাফল্য অর্জন করতে পারিনি। কিন্তু, একটা কথা বলতে চাই যে আমি দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছিল। মাঠের মধ্যে নিজের ১০০ শতাংশ উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। গত কয়েকটা সপ্তাহ আমার কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। তবে বুঝতে পেরেছি যে এটাই নিয়তি।'
এর পাশাপাশি তিনি কোরান থেকে বেশ কয়েকটা লাইন উল্লেখ করেন। লিখেছেন যে আল্লাহ সবাইকে ক্ষমা করুন। সৎ বুদ্ধি দিন। সবশেষে তিনি নিজের পরিবার, বন্ধু এবং সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। জানিয়েছেন, তাঁদের ছাড়া কখনই ১৯ বছর ধরে ক্রিকেট খেলা তাঁর পক্ষে সম্ভব হত না।