খেতাব যুদ্ধে নামবে মোহনবাগান ও মুম্বই
শেষ আপডেট: 29 April 2024 17:35
দা ওয়াল ব্যুরো: মোহনবাগানের সামনে আবারও সেই মুম্বই এফ সি। তারা সোমবার প্লে অফ সেমির দ্বিতীয় পর্বে ২-০ গোলে হারাল এফ সি গোয়াকে। দুই লেগ মিলিয়ে মুম্বইয়ের পক্ষে ব্যবধান হল ৫-২।
এর আগে চলতি লিগের লিগ ও শিল্ড জয়ের ম্যাচেও মুম্বইকে ঘরের মাঠে হারায় হাবাসের মোহনবাগান। এবার খেতাবি যুদ্ধের ম্যাচেও তাদের সঙ্গেই টক্কর হবে দিমিত্রি ও কামিন্সদের।
এদিন সারা খেলায় গোয়াকে মাথা তুলতে দেয়নি মুম্বই এর ফুটবলাররা। প্রথম লেগে দেখা গিয়েছিল খেলা শেষ হওয়ার একেবারে অন্তিম মুহূর্তে দুটি গোল দিয়ে ম্যাচ জিতে যায় আরব সাগরের দল। ওই জয়টাই টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে মুম্বইয়ের কাছে।
ফাইনালে অবশ্য অন্য খেলা। সেদিন ঘরের মাঠ যুবভারতীতে নামবে মোহনবাগান। তবে এর আগেও বাগানকে নিজেদের মাঠে হারানোর ঘটনা রয়েছে মুম্বইয়ের। তাই এবারও যে হাবাসের দলের কাছে জয় সহজ হবে এটা বলা যাবে না।
এদিন মুম্বই তাদের দুটি গোলই করেছে বিরতির পরে। খেলার ৬৯ মিনিটে গোল করেন দিয়াজ। এবং শেষ গোলটি করেন ছাঙতে। বিরতির আগে যাও বা গোয়া খেলেছে, তারপর আর সুবিধে করতে পারেনি।
শনিবার যুবভারতীতে ফুল হাউস থাকবে এমন আশা করছেন সবুজ মেরুন সমর্থকরা।