শেষ আপডেট: 19th April 2024 21:45
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে ফের ধোনি ধামাকা। শেষ ম্যাচে যেভাবে ইনিংসের শেষে জ্বলে উঠেছিলেন, শুক্রবারও সেটি দেখা গিয়েছে। ধোনির ৯ বলে ২৮ রানের সাইক্লোন মার্কা ইনিংসে চেন্নাই সুপার কিংস করেছে ১৭৬/৬।
লখনউ সুপার জায়ান্টস টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। চেন্নাইয়ের হয়ে ওপেনে আজিঙ্কা রাহানে (৩৬) ভাল খেললেও অন্য ওপেনার রাচিন রবীন্দ্র বিনা রানে ফিরে গিয়েছেন। দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড করেছেন ১৭ রান।
চেন্নাইয়ের ইনিংসকে টেনেছেন ৪০ বলে ৫৭ রান করে রবীন্দ্র জাদেজা। তাঁর ইনিংসে রয়েছে পাঁচটি চার এবং একটি ওভার বাউন্ডারি। চেন্নাইকে ভদ্রস্থ রানে নিয়ে গেলেন ধোনি ও মঈন আলি। মাহি ম্যাজিক দেখল লখনউয়ের মাঠ। যাঁর নামে লখনউয়ের রাস্তায় বড় বড় হোডিং পড়েছিল। লেখা হয়েছিল, ধোনি ভাল খেলুন, কিন্তু জিতে যাক লখনউ।
৪৩ বছর বয়সেও ধোনি যেভাবে খেলছেন, তাতে বাকিদের কাছে প্রেরণা হতে পারেন। কত ফিট থাকলে এমন ইনিংস খেলা যায়, সেটি দেখিয়ে দিয়েছেন মাহি।