শেষ আপডেট: 13th March 2025 18:23
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের বোনের বিয়েতে কার্যত চাঁদের হাট বসেছিল। ভারতের প্রাক্তন এবং বর্তমান মিলিয়ে একাধিক ক্রিকেটারকে এই অনুষ্ঠানে দেখতে পাওয়া যায়। এই বিয়ের আসরে দেখতে পাওয়া গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। সঙ্গে ছিলেন সাক্ষী সিং ধোনিও। পাশাপাশি এই বিয়ের অনুষ্ঠানে আবার দেখা গিয়েছে সুরেশ রায়নাকেও।
সম্প্রতি বিয়ের আসর থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, মাহি বিয়ের অনুষ্ঠানে 'তু জানে না...' গানের সঙ্গে গলা মেলাচ্ছেন। গানটি গেয়েছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। এই ভিডিও দেখার পর ধোনি সমর্থকরা ইতিমধ্যে তাঁদের প্রিয় নায়ককে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।
চেন্নাই সুপার কিংস দলের হয়ে ধোনির সঙ্গে বহুদিন খেলেছেন সুরেশ রায়না। তিনিও এই অনুষ্ঠানে প্রচারের আলো কেড়ে নেন। বোনের বিয়েতে ঋষভকেও যথেষ্ট আনন্দিত দেখাচ্ছিল। প্রসঙ্গত, ঋষভের বোনের নামও সাক্ষী। এই অনুষ্ঠান থেকে আরও কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, একটি লাল রংয়ের লেহঙ্গায় সাক্ষীকে একেবারে অপ্সরার মতো লাগছে। অনেকেই তাঁর রূপের প্রশংসা করেছেন।
MS Dhoni vibing with Sakshi at Rishabh Pant's sister's wedding. ❤️ pic.twitter.com/Qq9ZngNApK
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 13, 2025
সম্প্রতি টিম ইন্ডিয়া দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছে। ভারতীয় ক্রিকেট স্কোয়াডে ঋষভ পন্থও ছিলেন। কিন্তু, প্রথম একাদশে খেলার সুযোগ পাননি তিনি।
২০২৫ আইপিএল টুর্নামেন্টে ফের ধোনি এবং পন্থকে ২২ গজের লড়াইয়ে দেখতে পাওয়া যাবে। ফের চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে শাসন করতে নামবেন মহেন্দ্র সিং ধোনি। পন্থের বোনের বিয়েতে যাওয়ার আগে সিএসকে-র অনুশীলন ক্যাম্পে মাহিকে দেখতে পাওয়া গিয়েছিল। এই নিয়ে টানা ১৮ বছর আইপিএল টুর্নামেন্ট খেলতে নামছেন ধোনি।
অন্যদিকে, এবার লখনউ সুপার জায়ান্টের হয়ে আইপিএল টুর্নামেন্ট খেলতে নামবেন ঋষভ পন্থ। আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে কোনও ক্রিকেটারের জন্য সবথেকে বেশি টাকা খরচ করেছে লখনউ সুপার জায়ান্ট। আর সেটা ঋষভ পন্থের জন্যই। আসন্ন আইপিএল মরশুমে পন্থ লখনউ সুপার জায়ান্টকে নেতৃত্ব দেবেন। প্রথম ম্য়াচেই প্রাক্তন দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি।
২০২৫ আইপিএল মরশুমে মাত্র একবার পন্থ এবং ধোনি একে অপরের বিরুদ্ধে খেলতে নামবেন। আগামী ১৪ এপ্রিল ইকানা স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করা হবে।