শেষ আপডেট: 29th November 2023 19:31
দ্য ওয়াল ব্যুরো: আবারও শিরোনামে এম এস ধোনি। এবার তিনি গায়কের ভূমিকায়। আইপিএল শুরু হতে বাকি রয়েছে মাস দুয়েক, তার আগে ছুটির মেজাজে রয়েছেন মাহি। গতবারই তিনি চ্যাম্পিয়ন হয়ে বলেছিলেন, তিনি আইপিএলের আগে মাস তিনেক প্র্যাকটিস করেন। তাতেই পুরো ফিট হয়ে যান।
ধোনি নিজে সোশ্যাল সাইটে সক্রিয় থাকেন না। কিন্তু ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়কের সমর্থকরা নায়ককে নিয়ে যে পরিমাণ উৎসাহ দেখান, সেটাই প্রচারের বড় ভিত্তি হিসেবে কাজ করে। ধোনি কী করছেন, কোথায় রয়েছেন, সবটাই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
AI is dangerous as well as magical. What voices can you create for a song. #ArijitSingh #Atifaslam #Modi #MSDhoni #YuvrajSingh #AdnanSamipic.twitter.com/0n4xBWeFVx
— Azam Sajjad (@AzamDON) November 28, 2023
এবার ধোনিকে দেখা গিয়েছে গায়কের ভূমিকায়। অরিজিৎ সিংয়ের জনপ্রিয় গান, Channa Mereya গেয়েছেন দাপটের সঙ্গে। এমনকী ওই ভিডিওতে নরেন্দ্র মোদী থেকে শুরু করে যুবরাজ সিং, অরবিন্দ কেজরিওয়াল, জুবিন নটিয়ালদের গলার স্বরও শোনা গিয়েছে। ধোনির এই গানটি ২৬ মিলিয়ন ভিউ হয়েছে। এটি পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে।
পাশাপাশি ধোনি কিনেছেন সদ্য মার্সিডিজ গাড়ি। গাড়ির নম্বরও ধোনির জন্মদিন ও জার্সির নম্বর মিলিয়ে। নম্বরটিও অবাক করার মতোই, ০০০৭।