
দ্য ওয়াল ব্যুরো: হাঁটুর ব্যথায় ভুগছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ডাক্তারও দেখিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। কিন্তু ডাক্তারের ভিজিট আর ওষুধের দাম শুনেই চমকে উঠছেন সকলে।
একটি সর্বভারতীয় হিন্দি দৈনিক তাদের প্রতিবেদনে দাবি করেছে, হাঁটুর ব্যথা সারাতে রাঁচি থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে জঙ্গলে ঘেরা লাপুংয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন তিনি। সেই আয়ুর্বেদিক ডাক্তার ভিজিট নিয়েছেন ২০ টাকা। আর ২০ টাকার ওষুধ দিয়েছেন।
ফলে হাঁটু ব্যথা সারাতে ধোনির (MS Dhoni) খরচ হয়েছে ৪০ টাকা।
এখন প্রশ্ন হচ্ছে, জঙ্গলের মধ্যে এই ডাক্তারের খোঁজ পেলেন কী করে মাহি?
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে এই ডাক্তারের ওষুধ খেয়ে ব্যথা সেরেছিল ধোনির বাবা-মায়ের। গত তিন মাস ধরে ডাক্তার দেখিয়ে, ওষুধ খেয়েও ব্যথা না কমায় জঙ্গলের ডাক্তারের কাছে যান ধোনি।
ডাক্তারবাবুর নাম বন্ধন সিং খেরভার। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, “ধোনি যখন এসেছিলেন ওঁকে আমি চিনতে পারিনি। তিনি জানান ক্যালসিয়ামের অভাবের কারণে হাঁটুতে ব্যথা হচ্ছে। আমি কুড়ি টাকার ওষুধ দিয়েছি। আর ফি নিয়েছি কুড়ি টাকা।”
ডাক্তারবাবু বলেছেন, দুমাসের ওষুধ দেওয়া হয়েছে ধোনিকে। তারপর ফের আসতে বলা হয়েছে।
ডাক্তারবাবু ধোনিকে (MS Dhoni) চিনতে না পারলেও তাঁর কাছে যাঁরা দেখাতে গিয়েছিলেন তাঁদের অনেকে মাহিকে চিনে ফেলেন। আবদার মেটাতে সেলফিও তোলেন ধোনি।