শেষ আপডেট: 4th December 2023 16:37
দ্য ওয়াল ব্যুরো: এমএস ধোনি সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করলে তার দর ছাড়ায় আকাশছোঁয়া। তবুও মাহি সেগুলি নিয়ে আগ্রহ দেখান না। বরং মাহি কোথায় রয়েছেন, কী করছেন, সেই নিয়ে সমর্থকরা নানা ভিডিও আপলোড করে দেন।
এই নিয়ে ধোনি সম্প্রতি একটি ভিডিওতে ইউটিউব চ্যানেল খোলা নিয়ে কথা বলেছেন। সেই অনুষ্ঠানে বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক বলেছেন, ইউটিউব চ্যানেল বিষয়টি যথেষ্ট কঠিন। আমার দ্বারা এটা হবে না। আমি একেবারেই ক্যামেরা সচেতন মানুষ নই, আমি ওগুলো ভাল বুঝিও না। না হলে ইনস্টাগ্রামে বছরে একটা পোস্ট করি! জানি যখন পোস্ট করলেই টাকা পাব।’
ধোনি ওই ইভেন্টে আরও বলেছেন, ‘আমি একটু মুডিও, হয়তো কয়েকদিনের মধ্যে ইউটিউব চ্যানেলে দু’তিনটি পোস্ট করলাম। আবার দেখা গেল বছরে একটাও পোস্ট করা হয়নি! তাই এগুলো থেকে আমি দূরে থাকি। এই যে আপনারা আমাকে সামনে থেকে প্রশ্ন করছেন, এটাই ভাল। এতেই আমি বেশি স্বচ্ছন্দ।’
ধোনি যে মুডি, সেটি বারবার তাঁর আচরণে ধরা পড়েছে। না হলে বিশ্বকাপ জয়ের পরে তাঁকে মোবাইলে মেসেজ পাঠিয়েছিলেন বিগ বি অমিতাভ বচ্চন। কিন্তু ধোনি সেই মেসেজের কোনও জবাব দেননি।