শেষ আপডেট: 31st May 2024 18:06
দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি বলে কথা, যিনি সমর্থকদেরও মনের ভাষা বোঝেন। তাঁর কষ্টের কথা বুঝতে পারেন।
আইপিএল চলাকালীন ম্যাচে চেন্নাইয়ের এক যুবক মাঠের রেলিং টপকে মাঠে প্রবেশ করে ধোনির পায়ে মাথা ঠেকিয়েছিলেন। ধোনি তাঁকে জড়িয়ে ধরে কথা বলেছিলেন। এতদিন বাদে জানা গেল, সেদিনের দু’জনের কথোপকথন কী ছিল।
ধোনিকে অনেকটা দৌড়ে এসে তাঁর আগে পায়ে প্রনাম সারেন, তারপর আলিঙ্গন করেন স্বপ্নের নায়ককে। ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। মাত্র ২১ সেকেন্ড কথা হয়েছিল ফ্যান ও মাহির। সঙ্গে সঙ্গে দৌড়ে ধোনিকে মুক্ত করার চেষ্টা করেন মাঠে থাকা কমান্ডোরা।
তার মধ্যেই ওই যুবক প্রচণ্ড হাঁফাতে থাকেন। চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি ওই অনুরাগীকে জিজ্ঞাসা করেন, তুমি এত হাঁফাচ্ছ কেন? সেই যুবক ধোনিকে বলেন, আসলে আমার নাকে একটা সমস্যা রয়েছে, অস্ত্রোপচার করাতে লাগবে। সেইসময় ধোনি তাঁকে বলেন, আমি তোমার চিকিৎসার ভার নিলাম। আমি থাকতে তোমার কিছু হবে না।’’
তারপর বাকিটা ইতিহাস। শুধু এটা বলেই থেমে থাকেননি। ধোনি ওই ছোট্ট কথোপকথনে কমান্ডোদের নির্দেশ দেন, যুবকটিকে কিছু না করতে, তিনবার একই কথা বলেন। আর এও জানান, ‘‘তোমার ফোন নম্বর ও ঠিকানা তুমি ওদের হাতে দিয়ে যেও, আমি নিয়ে নেব।’’
খেলা শেষে হাজারটা কাজের মধ্যেও যুবকের ফোন নম্বর নিয়ে বাকি সব কাজটা করান ধোনি। সেই যুবক এতদিন পরে ধোনির সেই মহানুভবতার কথা তুলে ধরে নিজেও বিখ্যাত হয়ে গিয়েছেন।