শেষ আপডেট: 20th February 2025 16:47
দ্য ওয়াল ব্যুরো: কেরিয়ারে অনেক চাপের মুহূর্ত সামলেছিলেন তিনি। সেটা টি-২০ বিশ্বকাপের শেষ ওভার হতে পারে। কিংবা ব্যাট হাতে ওয়াংখেড়ের ফাইনাল। দলকে জিতিয়েছেন, কখনও স্বপ্নভঙ্গ হয়েছে—একরাশ হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন। সাফল্য আর ব্যর্থতার দোলাচলেই ক্রিকেট জীবনের অনেকখানি সময় কেটে গেছে তাঁর।
মহেন্দ্র সিং ধোনি আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। যদিও আইপিএলের লড়াইয়ে তিনি স্বমহিমায় বিরাজমান। তেতল্লিশে পা দিয়েও চেন্নাই সুপার কিংসের হয়ে হলুদ জার্সি পরে মাঠে নামেন ধোনি। আর কতদিন? কত বছর ধরে খেলাটা চালিয়ে যাবেন? দীর্ঘ সময় ধরে এই প্রশ্ন ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে। এবার তাই নিয়ে ঘুরিয়ে জবাব দিলেন ধোনি। জানালেন, ‘২০১৯ সালে আমি অবসর নিই। তারপর থেকে অনেকটা সময় পেরিয়ে গেছে। এই মাঝের সময়টুকু আমি খেলাটা উপভোগ করেছি। আর আগামিতে, যত বছরই খেলি না কেন, সেটাই করে যাব।‘ অর্থাৎ, ঠারেঠোরে ধোনি বুঝিয়ে দিয়েছেন আপাতত, অন্তত এক বছরের মধ্যে, তিনি অবসর নেবেন না।
কীভাবে খেলতে চান আগামি সময়ে? রোজকার ট্রেনিং তো আপাতত উধাও। দেশের জার্সি পরে মাঠে নামার ঝক্কিঝামেলা নেই। প্রশ্ন শুনেই স্মৃতির সাগরে ডুব দেন ধোনি। বলেন, ‘আমি ছেলেবেলার দিনগুলিতে ফিরে যেতে চাই। যখন রোজ বিকেল চারটায় খেলতে বেরোতাম। পাড়ার বন্ধুদের ডেকে আনতাম। আবহাওয়া খারাপ হলে ক্রিকেটের বদলে ফুটবলে মেতে উঠতাম। সেই সহজ-সরল দিনে ফিরে গেলে ভাল হত। কিন্তু এত জানি যে, এটা করার থেকে বলা অনেক সহজ।‘
দেশের হয়ে খেলার চাপ কেমন ছিল? প্রশ্নে স্ট্রেট ড্রাইভ হাঁকালেন টিম ইন্ডিয়ার একদা ‘ক্যাপ্টেন কুল’। জানালেন, নিজের কেরিয়ারকে সবসময় পেছনে রেখেছিলেন তিনি। দেশের হয়ে খেলার সুযোগ সবাই পায় না। যারা পায় তারা ভাগ্যবান। তিনি নিজেও সেই সৌভাগ্যের অধিকারী। যখনই মাঠে নেমেছেন দলকে আগে রেখেছেন। টিম ছাড়া কোনওকিছুই চিন্তায় ছিল না। বন্ধুত্ব থেকে ব্যক্তিগত জীবন—সবকিছু পেছনের সারিতে। ঘুমোনোর সময় থেকে বিছানা ছাড়ার টাইমিং—ঠিক হত খেলার ও ট্রেনিংয়ের সময় অনুযায়ী।
এর জন্য কষ্ট হয়? প্রশ্ন শুনে ধোনির উত্তর: ‘সবকিছুর সঠিক সময় রয়েছে। বন্ধুত্বেরও। আর আমি সেটা দেশের হয়ে খেলার সময় বুঝে ফেলেছিলাম। এটাই সবচেয়ে বড় বিষয়।‘