শেষ আপডেট: 10th February 2025 17:19
দ্য ওয়াল ব্যুরো: আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও আপাতত এই টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এমনকী, টিম ইন্ডিয়ার সমর্থকদের নিয়ে তিনি স্লোগান তুলতেও শুরু করেছেন।
‘ক্যাপ্টেন কুল’ নামে খ্যাত মহেন্দ্র সিং ধোনিকে সম্প্রতি ব্রডকাস্টার স্টার স্পোর্টসের একটি প্রোমো ভিডিওয় দেখতে পাওয়া গিয়েছে। সেখানে তাঁকে একেবারে নয়া অবতারে দেখতে পাওয়া গিয়েছে। এই প্রোমোয় ধোনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের স্লোগান দিতে শেখাচ্ছেন। এই ব্যাপারটা আগে কখনও কেউ কল্পনাও করতে পারেননি।
ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, ধোনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের সঙ্গে স্লোগান তুলছেন। মাহির মুখে শুনতে পাওয়া যাচ্ছে, ‘মাচিস কী তিল্লি, উড়াও বাবর আজম কা গিল্লি’। সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘এক, দো, তিন চার...’ জবাবে সমর্থকরা বলেন, ‘হিটম্যান শাহিন কো চৌকা মার।’ এরপর ধোনি আবারও প্রশ্ন করেন, আসমান মে কিতনে তারে...। জবাবে ফ্যানেরা বলেন, টুটেঙ্গে উনকে টিভি সারে। অবশেষে ধোনি বলেন, আপনা নম্বর আগলা হে, ফ্যানেরা চিৎকার করেন যে ২০১৭ কা লেনা বদলা হে।
When the match is a DO-OR-DIE clash between India ???????? and Pakistan ????????, even captain cool @msdhoni can't help but get excited! ????????
— Star Sports (@StarSportsIndia) February 10, 2025
You CAN'T MISS the #GreatestRivalry in the #ChampionsTrophy! ????????! ????????
???????? Start watching FREE on @DisneyPlusHS!#ChampionsTrophyOnJioStar… pic.twitter.com/VLA4hl5hLW
জানিয়ে রাখি, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যেকটা ম্য়াচ টিম ইন্ডিয়া দুবাইয়ে খেলবে। এই ম্য়াচ নিয়ে ধোনি বললেন, ‘ভারত বনাম পাকিস্তান ক্রিকেট বিশ্বের সবথেকে বড় দ্বৈরথ। এই ম্যাচ আয়োজন করা হলেই একটা আলাদা এনার্জি ফিল করা যায়। এই প্রোমোটা শ্যুট করে খুব আনন্দ পেয়েছি। কারণ ফ্যানেদের উত্তেজনা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। প্রত্যেকটা স্লোগানের পিছনে কতটা উন্মাদনা, পাগলামি থাকে, সেটা বুঝতে পারছি।’