শেষ আপডেট: 15th April 2024 16:29
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের ওয়াংখেড়ে মানেই এম এস ধোনির কাছে স্বপ্নের মঞ্চ। এই মাঠেই জিতেছিলেন ২০১১ সালে বিশ্বকাপ। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, ধোনি হয়তো আইপিএলে শেষবার কোনও ম্যাচ খেললেন মুম্বইতে। ম্যাচের আগেরদিন ধোনিকে দেখা গিয়েছে মুম্বই ক্রিকেট সেন্টারের অফিসে বিশ্বজয়ের সেই ট্রফিকে ছুঁয়ে আসতে।
এই ঘটনাতেই অনেকে পাঁচে পাঁচ করার চেষ্টা করছেন। কেউ বলছেন, স্মৃতিমেদুরতায় ভর করে তিনি ফিরে গিয়েছিলেন ১৩ বছর আগের এক এপ্রিল মাসেই। মুম্বইয়ের বিরুদ্ধে ধোনির শেষ চার বলে তিনটি ওভার বাউন্ডারি পুরো মহল বদলে দিয়েছিল মাঠের।
অনেকে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের সেই ছবিকে মনে করেছেন। সেবারও ধোনিকে ধ্বংসাত্মক লেগেছিল, হার্দিকের বোলিংয়ে মাহির ব্যাটে সেই পুরনো মেজাজ। শেষ চারটি বল খেলার সুযোগ পেয়েছিলেন ধোনি। তিনটি ছয় ও শেষ বলে দুই রান করেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক।
MS DHONI - THE BOX OFFICE....!!!
— Johns. (@CricCrazyJohns) April 15, 2024
Thala is the face of IPL. ???? What a beautiful edit. pic.twitter.com/CtKaFGKUaK
ধোনি আবার যে বলটিতে ছয়ের হ্যাটট্রিক করেছিলেন, সেই বলটি তুলে দিয়েছেন এক খুদেকে। ওই ছোট্ট মারমুখী ইনিংস শেষে যখন ধোনি প্যাভিলিয়নের সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন, সেইসময় দেখতে পান এক খুদে তাঁকে দেখতে চাইছে। ধোনি বলটি কুড়িয়ে ওই একরত্তি মেয়েটি হাতে দিয়ে চলে গিয়েছেন।
ওই ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে। অনেকেই বলেছেন, এটাই ধোনি, ওঁর মনটাই আলাদা। অন্য কেউ হলে এই বিষয়টিকে গুরুত্বই দিতেন না। কিন্তু নিজের মেয়ে জিভার মতো দেখতে একটি মেয়ের তাঁর প্রতি আগ্রহ, এটাই মনকে নড়িয়ে দিয়েছে মাহির। তিনি যখন বলটি তুলে দিলেন, সেইসময় গ্যালারিতে সবাই মোবাইল ক্যামেরায় সেই মুহূর্ত তুলে রাখতে তৎপর হয়ে উঠেছিলেন।