শেষ আপডেট: 12th March 2025 14:59
দ্য ওয়াল ব্যুরো: ঋষভ পন্থের বাড়িতে বসেছে বিয়ের আসর। ঋষভের বোনের বিয়ে। আর এই অনুষ্ঠানে হাজির হয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। মাহি শুধুমাত্র যে এসেছেন তাই নয়, টিম ইন্ডিয়ার প্রাক্তন সতীর্থ সুরেশ রায়নার সঙ্গে উদ্দাম নাচে মেতেও উঠলেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যাবতীয় চিন্তাভাবনা ভুলে ধোনিকে এই বিয়ের অনুষ্ঠানে নাচ করতে দেখা গিয়েছে।
পন্থের বোনের বিয়ের আসর মুসৌরিতে বসেছে। অন্যদিকে, গত ১১ মার্চ সপরিবারে মহেন্দ্র সিং ধোনি দেরাদুন গিয়েছেন। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের সদস্য ছিলেন ঋষভ পন্থ। তিনিও সোমবার এই বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। ঋষভ এবং তাঁর পরিবারের সঙ্গে ধোনির সম্পর্ক যে কতটা ঘনিষ্ঠ, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। সেকারণেই এই বিয়ের অনুষ্ঠানে মাহিকে প্রধান অতিথি হিসেবে দেখতে পাওয়া গিয়েছে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে ধোনির পাশাপাশি সুরেশ রায়না এবং পন্থকেও নাচ করতে দেখা গিয়েছে।
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই বিয়ের মূল অনুষ্ঠানে বিরাট কোহলি এবং রোহিত শর্মাও উপস্থিত থাকতে পারেন।
২০২৫ আইপিএল টুর্নামেন্টে ফের ধোনি এবং পন্থকে ২২ গজের লড়াইয়ে দেখতে পাওয়া যাবে। ফের চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে শাসন করতে নামবেন মহেন্দ্র সিং ধোনি। পন্থের বোনের বিয়েতে যাওয়ার আগে সিএসকে-র অনুশীলন ক্যাম্পে মাহিকে দেখতে পাওয়া গিয়েছিল। এই নিয়ে টানা ১৮ বছর আইপিএল টুর্নামেন্ট খেলতে নামছেন ধোনি।
MS Dhoni, Suresh Raina, and Rishabh Pant stole the spotlight with their energetic dance performance at Rishabh's sister Sakshi Pant's sangeet ceremony in Mussoorie.#MSDhoni #SureshRaina #RishabhPant #SakshiPant #SangeetCeremony #DanceParty #ViralVideo #CricketMeetsDance pic.twitter.com/iEHZCA3eak
— Ahmedabad Mirror (@ahmedabadmirror) March 12, 2025
অন্যদিকে, এবার লখনউ সুপার জায়ান্টের হয়ে আইপিএল টুর্নামেন্ট খেলতে নামবেন ঋষভ পন্থ। আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে কোনও ক্রিকেটারের জন্য সবথেকে বেশি টাকা খরচ করেছে লখনউ সুপার জায়ান্ট। আর সেটা ঋষভ পন্থের জন্যই। আসন্ন আইপিএল মরশুমে পন্থ লখনউ সুপার জায়ান্টকে নেতৃত্ব দেবেন। প্রথম ম্য়াচেই প্রাক্তন দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি।
২০২৫ আইপিএল মরশুমে মাত্র একবার পন্থ এবং ধোনি একে অপরের বিরুদ্ধে খেলতে নামবেন। আগামী ১৪ এপ্রিল ইকানা স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করা হবে।