শেষ আপডেট: 7th March 2025 19:31
দ্য ওয়াল ব্যুরো: আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ফের মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। আগামী রবিবার এই দুটো দলের মধ্যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ আয়োজন করা হচ্ছে। কিন্তু, যত ম্যাচই হোক না কেন, ২০১৯ সালের সেই অভিশপ্ত সেমিফাইনালের কথা বোধহয় কোনও ভারতীয় ক্রিকেটারই ভুলতে পারবেন না। মহেন্দ্র সিং ধোনির একটা সামান্য ভুলে গোটা বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়েছিল টিম ইন্ডিয়ার কিংবদন্তি ক্রিকেট অধিনায়ককে। কী হয়েছিল সেই ম্যাচে? আসুন, ফ্ল্যাশব্যাকে একবার দেখে নেওয়া যাক।
ম্যাঞ্চেস্টারে আয়োজন করা হয়েছিল এই ম্যাচটি। সেইসময় টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। টস হেরে টিম ইন্ডিয়াকে প্রথমে ফিল্ডিং করতে হয়েছে। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে এবং ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান করেছিল। অধিনায়ক কেন উইলিয়ামসন করেছিলেন ৬৭ রান এবং তারকা ব্যাটার রস টেলর ৭৪ রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দিয়েছিলেন। ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার।
এরপর আসে ভারতের ব্যাট করার পালা। তবে ২২১ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতের টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। কেএল রাহুল (১), রোহিত শর্মা (১) এবং বিরাট কোহলি (১) শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যান। ঋষভ পন্থ (৩২) এবং হার্দিক পান্ডিয়া (৩২) সাধ্যমত চেষ্টা করেছিলেন। কিন্তু, কোনও লাভই হয়নি। এরপর রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বাঁধেন মহেন্দ্র সিং ধোনি। তাঁদের মধ্যে ১১৬ রানের পার্টনারশিপও গড়ে উঠেছিল। জাদেজা করেন ৭৭ রান। কিন্তু, ধোনি ৫০ রানে আউট হয়ে যান।
কেউ স্বপ্নেও ভাবতে পারেননি যে রান আউট হয়ে ফিরে যাবেন মহেন্দ্র সিং ধোনি। মার্টিন গাপ্টিলের একটা ডিরেক্ট থ্রো উইকেট ভেঙে দিয়েছিল। সঙ্গে ভেঙে যায় গোটা দেশের আশা এবং ভরসা। শেষ হয়ে যায় ভারতীয় ক্রিকেটের একটি অধ্যায়। ধোনি যখন মাঠ ছাড়ছিলেন। সেইসময় তাঁর দু'চোখ বেয়ে জল পড়ছিল। ড্রেসিংরুমের ঠিক বাইরে দাঁড়িয়ে হাউহাউ করে কাঁদছিলেন রোহিত শর্মাও। এরপর ধোনিকে আর কখনও ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখতে পাওয়া যায়নি। ২০২০ সালের ১৫ অগাস্ট তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন।
The famous run out of MS Dhoni by Martin Guptill in CWC-19 semi final.#MartinGuptillpic.twitter.com/R0tMMxFDQn
— Abdullah Neaz (@cric___guy) January 8, 2025
আউট হয়ে ফিরে আসার পর ধোনি নাকি প্রায় ঘণ্টা দেড়েক নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রাখেন। চুপচাপ ভাবেন, কেন তিনি একটা ডাইভ দিলেন না। তিনি ডাইভ দিলে কখনই আউট হতেন না। আর টিম ইন্ডিয়াও অনায়াসে ফাইনালে যেতে পারত। এই ঘটনার কথা বারংবার মনে করে, নিজেই নিজেকে আর ক্ষমা করতে পারেননি। শোনা যায়, সেকারণেই নাকি তিনি সেনাবাহিনীতে যোগ দেন। সেদিন যে দেশের সেবা তিনি করতে পারেননি, ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে সেটা করতে চেয়েছিলেন।
2019 World Cup semi final.
— precious ????⬛ (@MPtweets4) November 12, 2023
Ms Dhoni crying after getting run out.
Will the History repeats itself or India will get their revenge?#INDvsNZ London #INDvsNED Deport #Tiger3Review Shame in Star sports pic.twitter.com/5RebuRsXAf
যাইহোক, সেই ম্যাচে হয়ত ব্যাট হাতে রান করতে পারেননি রোহিত শর্মা। এবার তাঁর কাছে রান করার পাশাপাশি গোটা দলকে নেতৃত্ব দিয়ে জেতানোর সুযোগ রয়েছে। সুযোগ রয়েছে, সেদিনের সেই চোখের জলের দাম শোধ করার। রোহিত কি পারবেন? পারতেই হবে। গোটা দেশ যে তাঁর দিকেই তাকিয়ে রয়েছে।