শেষ আপডেট: 27th November 2023 20:59
দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি ফের আলোচনায় চলে এলেন একেবারে অযাচিতভাবেই। রাঁচিতে নিজের শহরে এক অনুরাগীর বাইক নিজের টি শার্ট দিয়ে পরিষ্কার করলেন বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক। ধোনির ওই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।
ধোনি এমনভাবে আলোচনায় আসেন, যেখানে বোঝা যায় তিনি আদতে মাটির মানুষ। তাঁর মধ্যে অহমিকার কোনও ব্যাপারই থাকে না। তিনি যেমন পথ হারিয়ে পথচারীর থেকে রাস্তা খুঁজে নিতে পারেন। কিংবা গ্রামের বাড়িতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে মিশে গ্রুপ ছবিও তুলতে পারেন।
MS Dhoni and his love for bikes ????#MSDhoni #WhistlePodu
— WhistlePodu Army ® - CSK Fan Club (@CSKFansOfficial) November 25, 2023
???? Sumeet Kumar pic.twitter.com/veGbBS16UO
সেইসময় বোঝাও যায় না ধোনি একজন ক্রিকেটের মহান সেবক। তিনিও সমানভাবে একজন প্রকৃত অর্থের কিংবদন্তি। এবার ভিডিওতে দেখা গিয়েছে, এক অনুরাগীর মোটরবাইকের হেডলাইটের উপর অটোগ্রাফ দিচ্ছেন মাহি। তবে তার আগে নিজের টি-শার্ট দিয়েই বাইকটি পরিষ্কার করে দিলেন। তারপর সই করলেন। মুখে সেই বিখ্যাত হাসি। সবাই তা দেখে মোহিত হয়ে গিয়েছে। এমনকী সেই সদ্য কেনা বাইকে চেপে বসে সেটি ভাল করে পরীক্ষাও করেন ধোনি।
ধোনি পরেছিলেন কালো রংয়ের আর্মি লেখা টি শার্ট। হাতায় জাতীয় পতাকার লোগো। ধোনি বায়ুসেনার সাম্মানিক কর্ণেলও। তিনি এর আগেও বহুবার নিজের ব্যবহারে মুগ্ধ করেছেন সমর্থকদের। একবার তো বিমানে যাওয়ার সময় বিমানসেবিকার থেকে চকলেট নিয়েছিলেন। সেই ভিডিও নিমেষে ছড়িয়ে পড়েছিল। আবারও ধোনি শিরোনামে এলেন অন্যভাবেই। যিনি এবারও আইপিএলে চেন্নাই সুপার কিংস দলকে নেতৃত্ব দেবেন।