Latest News

কোচিং করতে এসে শুরুতেই পা ভেঙেছিলেন, চারবছর পরে ইস্টবেঙ্গলেই প্রত্যাবর্তন মৃদুলের

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলে (East Bengal) সহকারী কোচ (Coach) হিসেবে নিযুক্ত হতে চলেছেন মৃদুল বন্দ্যোপাধ্যায় (Mridul Banerjee)। তাঁকে কোচ করার পরে লাল হলুদ শিবিরে মতভেদ দেখা গিয়েছে। একটা পক্ষ বলছে, মৃদুল আধুনিক কোচিংয়ের সঙ্গে অভ্যস্ত নন। তাঁকে কোচ করা মানে দলের পিছনের দিকে হাঁটা।

আরও একটি পক্ষের ধারণা, মৃদুলই সঠিক ব্যক্তি, দায়িত্ববোধের দিক থেকে তিনি যা দেবেন, বাকিরা সেখানে পেরে উঠবেন না। কিন্তু ইস্টবেঙ্গলের এক প্রাক্তন অধিনায়ক বলছেন, রবি ফাউলার কোচ হলে মৃদুল ঠিক ছিল, তা হলে বলা যেত, কর্তাদের ভাবনা সেকেলে ধরণের। কিন্তু ম্যানুয়েল দিয়াজের জন্য মৃদুল সহকারী হিসেবে সঠিক নির্বাচন নয়।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত ইনজামাম, লাহোরের হাসপাতালে হল অস্ত্রোপচারও

যদিও মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের তরফে মৃদুলের নাম ঘোষণা করা হয়েছে। এর আগেও তিনি লাল হলুদের হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। ২০১৭ সালে সেবার কোচিংয়ের প্রথম দিনেই অতি উচ্ছ্বাসে পা ভেঙেছিলেন। শুরুতেই স্বপ্নের ইতি ঘটে।

সেই ক্লাবেই চারবছর পরে দ্বিতীয় সহকারী হিসেবে তিনি যোগ দিলেন। তবে ময়দানের এই অভিজ্ঞ কোচকে ম্যানেজার হিসেবে বলা হয়েছে। ফের পুরনো ক্লাবে যোগ দিয়ে আবেগে ভাসছেন মৃদুল। তিনি জানিয়েছেন, আমার কাছে এটা বড় চ্যালেঞ্জ। যতটা সম্ভব দলের ফুটবলারদের সঙ্গে মিশে নিজের কাজ করতে হবে। মৃদুল ছাড়াও প্রথম সহকারী হিসেবে থাকবেন গতবারের রেনেডি সিং।

ইস্টবেঙ্গলে দলগঠন প্রায় সম্পূর্ণ। একে একে ছ’জন বিদেশি নিয়োগ হয়ে গিয়েছে। স্লোভানিয়ান মিডিও আমির ডার্ভিসেভিচ, অজি ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা, ক্রোয়েশিয়ার সেন্টার-ব্যাক ফ্র্যাঞ্জো পারচে, নাইজেরীয় ফরোয়ার্ড ড্যানিয়েল চিমা, ডাচ ড্যারেন সিডোয়েল এবং ক্রোয়েশিয়ান পেরোসেভিচকে সই করিয়ে বিদেশির তালিকা পূর্ণ করে ফেলে লাল-হলুদ।

গত কয়েকদিন ধরেই ময়দানে জল্পনা চলছিল এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পারেন মৃদুল। বেশ কয়েকটি নাম ভাসলেও দৌড়ে এগিয়ে ছিলেন তিনিই। আর শেষপর্যন্ত তাঁর নামেই পড়ল সিলমোহর।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

 

You might also like