বাসিত আলি
শেষ আপডেট: 6 April 2025 13:16
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটাররা সকলে অর্থলোভী। তাঁদের লাগাতার খারাপ পারফরম্যান্সে জাতীয় ক্রিকেটে কালো দিন ঘনিয়ে এসেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার পর এই ভাষাতেই বাবর আজমদের তুলোধনা করলেন প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি৷
ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের সুযোগ পেয়েও গ্রুপ স্টেজ থেকেই অর্ধচন্দ্র খেতে হয়েছে৷ তারপর নিউজিল্যান্ড সফর৷ বিস্তর রদবদলের পর কিউয়িদের বিরুদ্ধে খেলতে আসে পাকিস্তান। প্রথমে টি-২০ সিরিজ। যেখানে ৪-১ ব্যাবধানে লজ্জার হারের মুখ দেখে তারা। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই একদিনের সিরিজে ৩-০-তে পরাজয়৷
আর এই হারের পরেই দলের খেলোয়াড়দের একহাত নিয়েছেন বাসিত। বলেছেন, ‘আমার চোখে এটা পাকিস্তান ক্রিকেটের কালো দিন। যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের জন্যও৷ আগে যখন ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনুসরা খেলতেন, তখন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা পা ঘোরাতে পারত না। এখন কমেন্ট্রিতে বসে আমাদের সমালোচনা করছেন। যখন পাকিস্তান কনকাশন সাবস্টিটিউশন হিসেবে উসমান খানকে পাঠাল, তখন ওঁরা হাসছিলেন।’
টিমের ক্রিকেটারদের একহাত নেওয়ার পাশাপাশি বাসিত আলি অধিনায়ক মহম্মদ রিজওয়ানের বিরুদ্ধেও মুখ খুলেছেন। বলেছেন, ‘ইমাম-উল-হক যখন চোট পেয়ে মাঠ থেকে বেরল তখন রিজওয়ান কোথায় ছিল? ওর অধিনায়কত্ব এতটাই খারাপ যে কোন ওভারে কাকে দিয়ে বল করানো উচিত, সেটাই জানে না। ঠিক যেন স্কুল ক্রিকেট।’
পাকিস্তানের ক্রিকেটাররা কি ভীতু? অর্থলোভী? প্রশ্ন তুলেছেন বাসিত আলি। বলেছেন, ‘বল লাগার পরই ইমাম মাঠ ছাড়ে। ও শুধু নিজেকে বাঁচাতে চেয়েছিল। কী মনে করে, আমরা কিছু দেখতে পাই না? এই সমস্ত খেলোয়াড় শুধু টাকা রোজগার করতে চায়। এটাই পাকিস্তান ক্রিকেটের ট্র্যাজেডি। এদের সরিয়ে জায়গা নেওয়ার মতো খেলোয়াড়ও দেশে নেই৷ একটা সিরিজে বসে থাকলেও তুমি পরেরটায় কামব্যাক করতে পারো।’