Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বিমান আছড়ে পড়ার যে ভিডিও ভাইরাল, তার পিছনে ১৭ বছরের এক কিশোর, মানসিকভাবে ভেঙে পড়েছে সেSSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতেবিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারা
Mohunbagan East Bengal Cricket Derby

ক্রিকেটের ডার্বিতেও হার ইস্টবেঙ্গলের

জেসি মুখার্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ৯ রানে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান। সৌরভ হালদারের ৪০ ও প্রদীপকুমার পানের দুই উইকেটে জয় মেরিনার্সদের।

ক্রিকেটের ডার্বিতেও হার ইস্টবেঙ্গলের

হার ইস্টবেঙ্গলের

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 17 May 2025 21:07

দ্য ওয়াল ব্যুরো: ‘যতো বার ডার্বি, ততো বারই হারবি।’ মোহনবাগানের (Mohunbagan) সমর্থকদের এই প্রিয় স্লোগান বারবার বাস্তবে পরিণত হচ্ছে। ফুটবলে তো গত কয়েক বছরে একবার ছাড়া ডার্বি জেতেনি ইস্টবেঙ্গল (East Bengal)। বয়সভিত্তিক প্রতিযোগিতাতেও লাল-হলুদ জার্সিধারী ফুটবলারদের একই হাল। পাশাপাশি হকি হোক বা ক্রিকেট, লাল-হলুদের হারের ধারা অব্যাহত।

ফের ক্রিকেটে মশাল ব্রিগেডের আগুন নেভাল মেরিনার্স। শনিবার জেসি মুখার্জি ট্রফির (JC Mukherjee Trophy) কোয়ার্টার ফাইনালে (Quarter Final)  ইস্টবেঙ্গল ৯ রানে হেরে গিয়েছে মোহনবাগানের কাছে।



দেশবন্ধু পার্কে এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বাগান। তাদের ইনিংস শেষ হয়ে যায় ১৯.২ ওভারে ১৫৩ রানে। মেরিনার্সের দুই ওপেনার রণজ্যোৎ সিংহ খাইরা (১৭ বলে ৩১) এবং অঙ্কুর পাল (১১ বলে ২০) শুরুটা ভাল করলেও মাঝপথে খেই হারান মিডলঅর্ডার ব্যাটাররা। তবে ৩২ বলে ৪০ রান করে মোহনবাগানকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন সৌরভ হালদার। লাল-হলুদের হয়ে কণিষ্ক শেঠ পেয়েছেন ২৬ রানে ৪ উইকেট।

তবে লক্ষ্য খুব একটা বেশি না থাকলেও লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের ইনিংস থেমে যায় ৯ উইকেটে ১৪৪ রানে। যদিও একসময় পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচটি জিতে নেবে ইস্টবেঙ্গল। অভিষেক দাস (৩৪) এবং সন্দীপন দাস (৩৩) জয়ের ভিত তৈরি করে দিলেও জিততে পারেনি মশাল বাহিনী। শেষ দিকে ঋত্বিক চট্টোপাধ্যায় ৮ বলে ২২ রান করলেও দলের জয় আসেনি। মোহনবাগানের প্রদীপকুমার পান, এস যাদব এবং অনুরাগ তিওয়ারি দু’টি করে উইকেট নেন।


ভিডিও স্টোরি