Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
দুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক
Mohun Bagan Vs Odisha FC Preview

মরণবাঁচন ম্যাচের আগে সতর্ক মোহনবাগান, যুবভারতী ভরাতে ডাক হাবাসের

আইএসএলের লিগ-শিল্ড জয় হয়ে গিয়েছে। আসল ম্যাচে হারা মানে হতাশার গহ্ববরে প্রবেশ করে যেতে হবে। বিদ্রুপও ধেয়ে আসবে। বলা হবে, শিল্ড-লিগ পেয়ে হলটা কী, সেই তো কাপটাই হারালে।

মরণবাঁচন ম্যাচের আগে সতর্ক মোহনবাগান, যুবভারতী ভরাতে ডাক হাবাসের

মোহনবাগানের অনুশীলনে ফুটবলারদের নির্দেশ দিচ্ছেন কোচ হাবাস।

শেষ আপডেট: 27 April 2024 13:56

দ্য ওয়াল ব্যুরো: জিতব না হলে মরব! রবিবার আইএসএলের প্লে অফ সেমিফাইনালে খেলতে নামার আগে সতর্ক মোহনবাগান শিবির। গত ম্যাচে নিজেদের মাঠে ওড়িশা এফসি ২-১ গোলে জিতে যাওয়ায় তারা এগিয়ে শুরু করবে। মোহনবাগানের কাছে জয় ছাড়া গতি নেই। ব্যবধান যাই হোক না কেন, জিততেই হবে।

আইএসএলের লিগ-শিল্ড জয় হয়ে গিয়েছে। আসল ম্যাচে হারা মানে হতাশার গহ্ববরে প্রবেশ করে যেতে হবে। বিদ্রুপও ধেয়ে আসবে। বলা হবে, শিল্ড-লিগ পেয়ে হলটা কী, সেই তো কাপটাই হারালে। এই কথাগুলি কোচ হাবাস দলের ফুটবলারদের বলছেনও।

গত ম্যাচে ওড়িশার কাছে হারা নয়, সবুজ মেরুন ফুটবলাররা নিজেদের খেলা খেলতেও পারেনি। তারমধ্যে আর্মান্দো সাদিকু লাল কার্ড দেখায় তিনি সেমিতে নেই। দলের চোটআঘাত সমস্যা তেমন নেই। সামাদও ফিট, দলের তারকারা ছন্দে পেয়ে গেলে ওড়িশাকে হারানো কঠিন হবে না।

রবিবার সন্ধ্যাবেলায় ম্যাচ ঘিরে উত্তাপও রয়েছে। মোহন জনতার কাছে কোচ হাবাসের একটাই আবেদন, মাঠে এসে দলকে সমর্থন করুন। বিপক্ষ দলের হেডস্যার সার্জিও লোবেরোও বলেছেন, যুবভারতীতে সবুজ মেরুন সমর্থকদের হাজিরাও আমাদের চাপে ফেলতে পারে। বড় দলের বিরুদ্ধে খেলা সবসময় চাপের।

ওড়িশা মানেই রয় কৃষ্ণ, যাঁকে নিয়ে মোহনবাগান সমর্থকদের একটা আবেগ রয়েছে। তিনি গত ম্যাচে জয়সূচক গোল করেছেন। বাগানের আগের কোচ রয় কৃষ্ণকে বাতিল করে দিয়েছিলেন। সেই রাগ যায়নি, তাই পুরনো দলকে সামনে পেলে ভাল খেলার বাড়তি তাগিদ দেখান। হাবাসের পছন্দের ফুটবলার হলে কী হবে, রয়কে আটকানোয় চ্যালেঞ্জের বাগানের হেক্টর, শুভাশিস, আনোয়ারদের।


ভিডিও স্টোরি