শেষ আপডেট: 26th July 2024 21:16
দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপে শনিবার নামছে মোহনবাগান। সামনে প্রতিপক্ষ ডাউনটাউন হিরোজ। এর আগে তাদের বিরুদ্ধে খেলেননি বাগান ফুটবলাররা। তাই অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে সতর্ক বাগান কোচ বাস্তব রায়।
দলের মূল কোচ হোসে মোলিনা কলকাতায় পৌঁছবেন সোমবার সকালে। মোহনবাগানের প্রথম দুটি ম্যাচে মোলিনা থাকবেন না। সহকারী কোচ বাস্তব দলকে দেখভাল করবেন। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হন তরুণ গোলরক্ষক ধীরাজ সিংকে পাশে নিয়ে। বাস্তব জানিয়েছেন, এই দলটির বিরুদ্ধে আমরা আগে খেলিনি, সেই কারণেই সতর্ক হয়ে মাঠে নামতে হবে। মোহনবাগান সবসময় জেতার জন্যই মাঠে নামে।
ডুরান্ড কাপেও মোহনবাগানের ভরসা দলের রিজার্ভ ফুটবলাররা। যাঁরা কলকাতা লিগে খেলেও ব্যর্থ। বিদেশিদের মধ্যে পাচ্ছেন একমাত্র টম আলফ্রেডকে। বাকি সিনিয়রদের মধ্যে থাকবেন আশিস রাই, সুমিত রাঠি ও গ্লেন মার্টিন্স। না হলে সুহেল ভাটদের নিয়ে প্রথম কয়েকটি ম্যাচে পরীক্ষা কোচ বাস্তবের।
কলকাতা লিগে মোহনবাগানের পারফরম্যান্স ভাল নয়। ডুরান্ড কাপে নামার আগে সেই নিয়ে চিন্তিত নন কোচ। বাস্তব বলেছেন, ‘‘কলকাতা লিগের সঙ্গে ডুরান্ড কাপকে মেলানো ঠিক নয়। এটা অল ইন্ডিয়া টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে দল অন্যরকম খেলবে। আমার হাতে বেশি বিকল্প নেই। আমাদের কোচ এসে পড়বেন কয়েকদিনের মধ্যে, তারপর তিনি দল সাজাবেন। আমি আপাতত প্রথম ম্যাচের দল নিয়েই ভাবছি।’’