শেষ আপডেট: 21st January 2025 21:38
দ্য ওয়াল ব্যুরো : জিততেই বোধহয় ভুলে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট! সোশ্যাল মিডিয়ায় মেরিনার্সরা আপাতত তেমনটাই বলতে শুরু করেছেন। গত ম্যাচ জামশেদপুর এফসি-র বিরুদ্ধে তাও ১-১ গোলে ড্র করেছিল মোহনবাগান। কিন্তু, মঙ্গলবার (২১ জানুয়ারি) চেন্নাইন এফসি-র বিরুদ্ধে তারা গোলশূন্য ড্র করল।
এই ম্যাচে বাগান কোচ হোসে মলিনার রণনীতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমার্ধে যেখানে কোনও দলই গোল করতে পারেনি, সেখানে আশা করা হয়েছিল যে দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনি খেলোয়াড় বদল করবেন। কিন্তু, যখন করলেন ততক্ষণে ম্যাচের বয়স ৭০ মিনিট হয়ে গিয়েছে। দীপক টাংরি এবং সুহেল ভাটের পরিবর্তে মাঠে নামলেন লিস্টন কোলাসো এবং মনবীর সিং।
বাগান ব্যর্থতার আরও একটা বড় কারণ হল গ্রেগ স্টুয়ার্টের হারিয়ে যাওয়া। যে স্টুয়ার্টকে নিয়ে এত কথা হচ্ছিল, প্রথম একাদশে খেলানো নিয়ে বাগান সমর্থকদের দাবি ক্রমশ জোরাল হচ্ছিল, মঙ্গলের ম্যাচে তাঁকে কার্যত খুঁজেই পাওয়া গেল না। গোটা ম্যাচে তিনি মাত্র ২ সুযোগ তৈরি করতে পেরেছিলেন। কেন যে মলিনা তাঁর উপরেই শেষপর্যন্ত ভরসা রাখলেন, সেটাই আদতে বোঝা গেল না। শেষপর্যন্ত ৮৭ মিনিটে গ্রেগের জায়গায় মাঠে নামলেন জেসন কামিন্স।
উল্টে ৭৬ মিনিটে তিনি দিমিত্রি পেত্রাতোসকে তুলে নিয়ে ম্যাকলারেনকে নামালেন। সত্যি কথা বলতে কী, ম্যাচের দ্বিতীয়ার্ধে পেত্রাতোস বেশ কয়েকটা গোলমুখী শট নিয়েছিলেন। দূর্ভাগ্য যে একটাও গোলের দরজা খুলতে পারেননি। মলিনার এই সিদ্ধান্তে পেত্রাতোস নিজেও বেশ হতাশ হয়ে পড়েন। সেটা তাঁর চোখ-মুখ দেখেই স্পষ্ট দেখতে পাওয়া গেল।
এই ম্যাচ ড্র করলেও মোহনবাগান হয়ত পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকবে। ১৭ ম্যাচে তারা ৩৭ পয়েন্ট সংগ্রহ করল। তার থেকেও বড় কথা দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার (৩০) থেকে তারা সাত পয়েন্টের ব্যবধানে এগিয়ে রইল। কিন্তু, বাগান সমর্থকদের প্রশ্ন, চেন্নাইনের মতো একটা দুর্বল দলের বিরুদ্ধে এই ড্র কি একেবারে প্রত্য়াশিত ছিল? যদিও দক্ষিণ ভারতীয় এই ফুটবল ফ্র্যাঞ্চাইজির কাছে অবশ্য এই ড্র কম বড় অ্যাচিভমেন্ট নয়। টেবিল টপার্সের বিরুদ্ধে তারা ড্র করেছে। পরের ম্য়াচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। সেই ম্যাচে মলিনা পালতোলা নৌকাকে মেরামত করতে পারে কি না, সেটাই আপাতত দেখার।