শেষ আপডেট: 27th January 2025 19:26
দ্য ওয়াল ব্যুরো : আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভারতীয় ফুটবলের ইন্ডিয়ান ক্লাসিকো। ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগের ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম লেগে এই বেঙ্গালুরুর কাছেই ৩-০ গোলে হারতে হয়েছিল মোহনবাগানকে। এবার কি মেরিনার্সরা সেই হারের জ্বালা মেটাতে পারবে? সেটা অবশ্য সময়ই বলবে।
তবে এই ম্য়াচে মোহনবাগান সমর্থকরা এক নয়া ইতিহাস সৃষ্টি করতে চলেছেন। জানা গিয়েছে, মেরিনার্স বেস ক্যাম্পের পক্ষ থেকে বিশ্বের বৃহত্তম হ্যান্ড প্রিন্টেড টিফো নামানো হবে। বাগান সমর্থকদের কাছে এই টিফো যে আবেগের এক অনন্য মাইলফলক হয়ে থাকবে, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। জানা গিয়েছে, এই টিফোর দৈর্ঘ্য আনুমানিক ২৫ হাজার ৫০০ বর্গফুট হতে চলেছে। প্রায় তিন সপ্তাহ ধরে এই টিফো তৈরি করা হয়েছে। কিক অফের আগেই তা উন্মোচিত হবে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ঘরের মাঠে শেষ ৭ ম্যাচেই জয়লাভ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আপাতত ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে রয়েছে গতবারের শিল্ডজয়ীরা। এখনও পর্যন্ত মেরিনার্সরা ১১ ম্যাচে জয়লাভ করেছে। চারটে ম্যাচ ড্র করেছে। আর মাত্র ২ ম্যাচে তারা পরাস্ত হয়েছে। এরমধ্যে একটা বেঙ্গালুরুর বিরুদ্ধেই। ফলে বদলার ম্যাচে মোহনবাগান কেমন পারফরম্যান্স করে, সেদিকেই আপাতত সবাই তাকিয়ে রয়েছেন।
তবে একটা ব্যাপার অবশ্যই বাগান সমর্থকদের কাছে কাঁটার মতো বিঁধে রয়েছে। গত ২ ম্যাচে বাগানের কাছে অধরা রয়েছে জয়। যদিও দুটোই তাদের অ্যাওয়ে ম্যাচ ছিল। প্রথমে জামেশেদপুর এফসি-র বিরুদ্ধে তারা ১-১ গোলে ড্র করে। এরপর চেন্নাইন এফসি-র বিরুদ্ধেও ০-০ গোলে ম্যাচ শেষ করে। এই দুটো ম্যাচের ফলাফল বাগান কোচ হোসে মলিনার কপালে যে চিন্তার ভাঁজ বাড়াবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।