Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Mohun Bagan Team

মোহনবাগান এবারও দলবদলে চমক দেবে, হাবাস না থাকলে কোচ লোবেরা!

মোহনবাগানে এবার বড় চমক হলেন মেলবোর্ন সিটির তারকা জেমি ম্যাকলারেন। তিনি তারকার তারকা, তাঁর সঙ্গে চুক্তির বিষয়টি কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেবে ক্লাব কর্তৃপক্ষ।

মোহনবাগান এবারও দলবদলে চমক দেবে, হাবাস না থাকলে কোচ লোবেরা!

শেষ আপডেট: 7 May 2024 13:51

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান এবারও দলগঠনে চমক দিতে চলেছে। তারা আইএসএলের লক্ষ্যে মোট আট বিদেশির সঙ্গে চুক্তি করতে চলেছে। এমনিতেই বাগানে চার বিদেশি প্রায় পাকা। গত মরশুমে দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স, জনি কাউকোর সঙ্গে আবারও চুক্তি করা হবে, এটা নিশ্চিত। তাও জনিকে এনেছিলেন কোচ হাবাস। কাউকো আসতেই বাতিল হয়েছিলেন হুগো বুমোস। কোচ বদল হলে কাউকোকে রাখা হবে কিনা, সেটি নিয়ে জল্পনা রয়েছে।

মোহনবাগানে এবার বড় চমক হলেন মেলবোর্ন সিটির তারকা জেমি ম্যাকলারেন। তিনি তারকার তারকা, তাঁর সঙ্গে চুক্তির বিষয়টি কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেবে ক্লাব কর্তৃপক্ষ। তাঁকে আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে হাজির করানো হতে পারে। ম্যাকলারেনের সঙ্গে মেলবোর্ন সিটির চুক্তি শেষ হয়ে গিয়েছে। তাঁকে বাৎসরিক সাড়ে চার কোটি টাকা দিতে হবে।

আইএসএলে মোট ছয় বিদেশি খেলানো যেতে পারে। চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-তে খেললে সংখ্যাটা আট হবে। তাই মোট ৮ বিদেশির সঙ্গেই চুক্তি করে ফেলা হবে। মোহনবাগান ছেঁটে ফেলছে তিন বিদেশিকে, সেই তালিকায় রয়েছেন হেক্টর ইয়ুস্তে, ব্র্যান্ডন হ্যামিল ও আর্মান্দো সাদিকু।

স্থানীয় তারকাদের মধ্যেও কয়েকজনকে বাছাই করেছে মোহনবাগান। তালিকায় রয়েছেন এফসি গোয়ার লেফটব্যাক জয় গুপ্ত। পাশাপাশি মুম্বই সিটির বিপিন সিং, ছাংতের দিকেও হাত বাড়াতে পারে সবুজ মেরুন শিবির। এবার মোহনবাগান ছাড়তে চলেছেন কিয়ান নাসিরি, লালরিনলয়ানা হামতেকে। তাঁরা গত মরশুমে দলে সুযোগ না পেয়ে হতাশ হয়ে চুক্তি করতে চলেছে চেন্নাইয়িন এফসি-তে।

মোহনবাগানে এবার হাবাস কোচ থাকবেন কিনা সেই নিয়েও সংশয় রয়েছে। কারণ হাবাস নিজে থাকতে চান কিনা পরিষ্কার নয়। তাঁকে ক্লাব রাখতে চায়, কিন্তু তিনি থাকলে টিডিও হতে পারেন। সেক্ষেত্রে কোচ করে আনা হতে পারে সার্জিও লোবোরাকে। তিনি এর আগে ইস্টবেঙ্গলে আসার কথা বললেও শেষমুহূর্তে সিদ্ধান্ত বদলে ওড়িশা এফসি-র কোচ হয়ে যান। সেটি মাথায় রাখছেন বাগান কর্তারা। তাই তাঁর সঙ্গে চুক্তি করেই ঘোষণা করতে চাইছেন।   


ভিডিও স্টোরি