শেষ আপডেট: 8th March 2025 22:56
দ্য ওয়াল ব্যুরো: শনিবার (৮ মার্চ) জয় দিয়েই লিগ পর্ব শেষ করল মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। নকআউটের বিচারে এই ম্যাচটা গুরুত্বহীন হলেও, মোহনবাগান কিন্তু গোয়াকে হারিয়েই লিগ পর্ব শেষ করতে চেয়েছিল। যেমন ভাবা, তেমন কাজ। ঘরের মাঠে মেরিনার্সরা গোয়াকে ২-০ গোলে হারিয়ে দিল। বরিস সিংয়ের আত্মঘাতী গোল মোহনবাগানকে অনেকটা অ্যাডভান্টেজ এনে দেয়। এরপর দ্বিতীয় গোলটা করলেন বাগানের ম্যাজিশিয়ন গ্রেগ স্টুয়ার্ট।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিয়ান সুপার লিগ ইতিহাসে মোহনবাগান সুপার জায়ান্ট কার্যত ইতিহাস তৈরি করেছে। প্রথম দল হিসেবে তারা এই টুর্নামেন্টের লিগ শিল্ড ধরে রাখতে সফল হয়েছে। ইতিপূর্বে, অন্য কোনও দল পরপর ২ মরশুম লিগ শিল্ডের খেতাব জয় করতে পারেনি। ওড়িশা এফসি-কে হারানোর পর লিগ শিল্ডে শিলমোহর পড়ে গেলেও, এতদিনে সেটা হাতে এল। সেখানে গোয়ার বিরুদ্ধে এই জয় যে উচ্ছ্বাসের পারদ আরও বাড়িয়ে দিয়েছে, তা নিঃসন্দেহে বলা যায়।
ম্যাচের শেষে মোহনবাগান সুপার জায়ান্ট দলের অধিনায়ক শুভাশিস বসুর হাতে এই শিল্ড তুলে দেওয়া হয়েছে। গোটা মোহনবাগান দল আগে থেকেই উদযাপনের জন্য প্রস্তুত ছিল। শুভাশিস শিল্ডটা হাতে নেওয়ার পর বাঁ-দিক থেকে সেন্টার স্টেজের দিকে এগিয়ে আসেন। এরপর শিল্ডটাকে আকাশের দিকে তুলে মোহনবাগানের সাফল্য উদযাপন করেন।
???????? Mohun Bagan is crowned as Champions of India for record 7⃣ Times
— Mohun Bagan Hub (@MohunBaganHub) March 8, 2025
1997-98 NFL Champions
1999-00 NFL Champions
2001-02 NFL Champions
2014-15 I-League Champions
2019-20 I-League Champions
2023-24 ISL League Shield
2024-25 ISL League Shield
MIND THE GAP!pic.twitter.com/Ov7Tyg6sQm
অনেকে এই দৃশ্যের সঙ্গে কাতার বিশ্বকাপ ফাইনালের তুলনা করতে শুরু করেছেন। আসলে আর্জেন্টিনা ফুটবল দল যখন চ্যাম্পিয়ন হয়েছিল, সেইসময় অধিনায়ক মেসির হাতে ট্রফি তুলে দেওয়া হয়েছিল। মেসিও ঠিক এভাবেই সেন্টার স্টেজের দিকে এগিয়ে এসেছিলেন। অবশেষে ট্রফি নিয়ে জয়োল্লাস করেন।
Lionel Messi - World Cup 2022pic.twitter.com/VWxl8xNUp3
— ruben???????????? (@ruben_back) February 20, 2025
কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে যে এই ম্যাচটা মোহনবাগান সুপার জায়ান্ট জয়লাভ করলেও, এফসি গোয়া কিন্তু যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে বরিস সিংয়ের ওই আত্মঘাতী গোলটাই গোটা ম্যাচের রং পালটে দিয়েছিল। তবে মেরিনার্সরা আপাতত ট্রফি জয়ের লক্ষ্যে তাকিয়ে রয়েছে। হোসে মলিনা কি সেই অসাধ্যসাধন করতে পারবেন? সেটা অবশ্য সময়ই বলবে।