শেষ আপডেট: 8th March 2025 22:28
দ্য় ওয়াল ব্যুরো: পরপর ২ বছর ISL টুর্নামেন্টে লিগ শিল্ড জয় করল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার (৮ মার্চ) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা লিগ পর্বের শেষ ম্যাচটা খেলতে নেমেছিল। প্রতিপক্ষ ছিল এফসি গোয়া। এই ম্যাচটা জিতেই লিগ পর্ব শেষ করতে চেয়েছিল মোহনবাগান। আর করলও তাই।
জয়ের পর মোহনবাগান সুপার জায়ান্টের অফিশিয়াল টুইটার পেজে একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'আমরা কারা, ভারত সেরা'। পোস্টটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে।
তাও এই ম্যাচে হোসে মলিনা মোহনবাগানের প্রথম একাদশকে মাঠে নামাননি। ম্যাচ চলাকালীন দেখা গেল গ্যালারিতে বসে বাবার সঙ্গে দলের খেলা উপভোগ করছেন জেমি ম্যাকলারেন। তাঁর জায়গায় এদিন খেললেন গ্রেগ স্টুয়ার্ট।
???????? Mohun Bagan is crowned as Champions of India for record 7⃣ Times
— Mohun Bagan Hub (@MohunBaganHub) March 8, 2025
1997-98 NFL Champions
1999-00 NFL Champions
2001-02 NFL Champions
2014-15 I-League Champions
2019-20 I-League Champions
2023-24 ISL League Shield
2024-25 ISL League Shield
MIND THE GAP!pic.twitter.com/Ov7Tyg6sQm
অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টের অতন্দ্র প্রহরী বিশাল কাইথকেও এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়। বিশালের পরিবর্তে বাগানের তেকাঠি সামলানোর দায়িত্ব ছিল ধীরজ সিংয়ের বিরুদ্ধে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই ম্যাচে ধীরজও ক্লিনশিট বজায় রাখতে পারলেন।
আমরা কারা, ভারত সেরা ????♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/O8RnTngZE3
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) March 8, 2025
এই ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। অনেকেই ভেবেছিলেন হয়ত ক্লাসের ফার্স্ট এবং সেকেন্ড বয়ের লড়াইটা শেষপর্যন্ত ড্র হবে। কিন্তু, দ্বিতীয়ার্ধে গোয়া কার্যত নিজেদের পায়ে নিজেরাই কোপ মারল। ৬২ মিনিটে আত্মঘাতী গোল করলেন বরিস সিং।
গোটা ভারতবর্ষে আজ সবুজ মেরুন দোলযাত্রা শুরু...
— Mohun Bagan (@Mohun_Bagan) March 8, 2025
এই জয় ঐতিহাসিক!
মোহনবাগানের ইতিহাসে এই প্রথম পরপর দুবছর জাতীয় স্তরের লীগ জয়...
এই জয় প্রত্যেক মোহনবাগান সমর্থকদের!
জয় মোহনবাগান ????❤️#MohunBagan #Mariners #MBAC #MBSG #MBAC #JoyMohunBagan #ISL #ISLShieldChampion pic.twitter.com/zrNjw34RFZ
রেগুলেশন টাইমের পর আরও ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। আর এই অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে বাগানের হয়ে ইনস্যুরেন্স গোলটা করলেন স্কটিশ ম্যাজিশিয়ান গ্রেগ স্টুয়ার্ট। জেসন কামিন্স তাঁকে বলটা বাড়ালেও কার্যত একক দক্ষতায় তিনি বিপক্ষের রক্ষণে প্রবেশ করেন। এরপর বক্সের মাঝামাঝি জায়গায় নেন ডান পায়ের একটি জোরাল শট। আর সেইসঙ্গে গোয়ার কফিনেও শেষ পেরেকটা পুঁতে দেন তিনি।