শেষ আপডেট: 5th February 2025 21:56
দ্য ওয়াল ব্যুরো: পঞ্জাব এফসি-র বিরুদ্ধে কার্যত জ্বলে উঠল মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার (৫ ফেব্রুয়ারি) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচের আয়োজন করা হয়। শেষপর্যন্ত মোহনবাগান ৩-০ গোলে জয়লাভ করেছে। এই ম্যাচে জোড়া গোল করলেন জেমি ম্যাকলারেন। এই মরশুমে তিনি এখনও আটটা গোল করেছেন। এছাড়া একটি গোল করেছেন লিস্টন কোলাসো। আর সেইসঙ্গে ঘরের মাঠে মোহনবাগান টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করল।
প্রসঙ্গত, চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগে মোহনবাগান ৩-১ গোলে পঞ্জাব এফসিকে উড়িয়ে দিয়েছিল। এবারও সেই একই ফলাফলের প্রায় পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল। পার্থক্য শুধুমাত্র একটাই। গত ম্যাচে পঞ্জাব অন্তত একটা গোল করলেও, এই ম্যাচে কোনও গোলই তারা করতে পারল না। তবে এই ম্যাচের প্রথমার্ধে কোনও দলই অবশ্য গোলের দরজা খুলতে পারেনি। প্রথম ৪৫ মিনিট পঞ্জাবের রক্ষণভাগ জমাটি পারফরম্যান্স করেছিল। কিন্তু, দ্বিতীয়ার্ধে ম্যাকলারেন শো বিপক্ষের যাবতীয় রক্ষণ চুরমার করে দিল।
ম্যাচের ৫৫ মিনিটে জেমির পা থেকে আসে প্রথম গোলটি। এক্ষেত্রে আলাদা করে দীপেন্দু বিশ্বাসের কথা বলতেই হবে। মোহনবাগানের এই বঙ্গসন্তান বুধবার গোটা ম্যাচ জুড়ে দাপুটে পারফরম্যান্স করেন। তাঁর ক্রস থেকেই প্রথম গোলটি করেছেন জেমি। ৬২ মিনিটে লিস্টনের গোল বাগানের স্বস্তি অনেকটাই ফিরিয়ে এনেছিল। অবশেষে ৮৯ মিনিটে পঞ্জাবের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন সেই জেমিই। এবার তাঁকে অ্যাসিস্ট করলেন জেসন কামিন্স। মোহনবাগান আপাতত ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট সংগ্রহ করেছে। সেইসঙ্গে চলতি আইএসএল টুর্নামেন্টে প্রথম দল হিসেবে তারা টপ সিক্স কনফার্ম করে ফেলেছে।
দলের এই জয়ে বাগান সমর্থকরাও যারপরনাই উচ্ছ্বসিত। ইতিপূর্বে একমাত্র চেন্নাইন এফসি-র দখলেই ঘরের মাঠে টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড ছিল। কিন্তু, এবার সেই রেকর্ডে ভাগ বসিয়েছে মেরিনার্সরা। এই ম্যাচটা বাগানের গোলকিপার বিশাল কাইথের কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আইএসএল ইতিহাসে তিনি ৫১ ম্যাচে ক্লিনশিট বজায় রাখতে পেরেছেন। আগামী ১৫ ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে আগামী ম্যাচ খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা হবে। হোম ম্যাচের পাশাপাশি অ্যাওয়ে ম্যাচও বাগান ফুটবলাররা জয়ের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারে কি না, আপাতত সেটাই দেখার।