শেষ আপডেট: 15th February 2025 22:01
দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্ট কার্যত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে। শনিবার তারা কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছে। এই ম্যাচে মেরিনার্সরা ৩-০ গোলে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে লিগ শিল্ড জয়ের চৌকাঠেও পৌঁছে গেছে তারা। এই ম্যাচে জোড়া গোল করেছেন জেমি ম্যাকলারেন। তাঁর হাতেই ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি মোহনবাগান কেন পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রাজত্ব করছে, সেটা আরও একবার বুঝিয়ে দিল।
এই জয়ের পাশাপাশি ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট সংগ্রহ করেছে। উল্লেখ্য, শেষ পাঁচটা ম্যাচের মধ্যে চারটেই জয়লাভ করেছে মেরিনার্সরা। আর একটা ম্যাচ ড্র হয়েছে। তার থেকেও বড় কথা, দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে থাকা এফসি গোয়ার সঙ্গে ১০ পয়েন্টের পার্থক্যে তারা এগিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে লিগ শিল্ড নিশ্চিত হয়ে গেল মোহনবাগানের? না, ৯৯ শতাংশ নিশ্চিত হলেও এখনও এক শতাংশ বাকি রয়েছে। পরের ম্যাচটা ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে। এই ম্যাচে যদি তারা জিততে পারে, তাহলেই লিগ শিল্ডে সিলমোহর পড়ে যাবে। এরপর কোন দল জিতল কিংবা হারল, তার উপরে আর বাগানের লিগ শিল্ড নির্ভর করবে না।
এবার ম্যাচের কথায় আসা যাক। শনিবার ঘরের মাঠে শুরু থেকেই চাপ বাড়ানোর চেষ্টা করেছিল কেরালা ব্লাস্টার্স। প্রথম ২৫ মিনিট তো বাগানের রক্ষণভাগ তারা ছিন্নভিন্ন করে দেয়। মেরিনার্স গোলকিপার বিশাল কাইথও বেশ চাপের মুখেই পড়েছিলেন। যদিও শেষপর্যন্ত আরও একটি ক্লিনশিট তাঁর ঝুলিতে জমা পড়ে। যাইহোক, ২৮ মিনিটে জেমি ম্যাকলারেন প্রথম গোলটা করতেই চোখের নিমেষে কেরালার ভোল পাল্টে যায়। যে দলটা কিছুক্ষণ আগে পর্যন্ত মুহূর্মুহূ আক্রমণ শানাচ্ছিল, তারা আচমকা ডিফেন্সিভ ফুটবল খেলতে শুরু করে। আর মানসিকভাবে ভেঙে পড়া কেরালার কফিনে এই সুযোগেই দ্বিতীয় পেরেকটি পুঁতে দেন সেই অজি বিশ্বকাপারই। ৪০ মিনিটে বাগানের স্কোরবোর্ডে দ্বিতীয় গোলটি যোগ হয়ে যায়।
আশা ছিল, দ্বিতীয়ার্ধে হয়ত কেরালা সেই আক্রমণের ঝাঁঝ ফিরিয়ে আনতে পারবে। কিন্তু, কোথায় কী? উল্টে ৬৬ মিনিটে মোহনবাগানকে ৩-০ গোলে এগিয়ে দিলেন অ্যালবার্তো রডরিগস। তবে এই গোলের জন্য যে দায়ী কেরালার ডিফেন্স, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। বক্সের মধ্যে প্রথম শটটা ব্লক করা হলেও, বলটা তারা ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি। আর এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন রডরিগস। বলটা তাঁর পায়ের কাছে আসতেই বাঁ-পায়ে একটি আগুন শট মারলেন। বলটা কার্যত কামান গোলার মতো কেরালার জালে আছড়ে পড়ল।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী তিনটে ম্যাচের মধ্যে দুটোই মোহনবাগানের হোম ম্যাচ। ঘরের মাঠে মেরিনার্সরা যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেটা আলাদা করে বলার দরকার নেই। আগামী রবিবার (২৩ ফেব্রুয়ারি) রসগোল্লার ডার্বিতে লিগ শিল্ড মোহনবাগান নিশ্চিত করতে পারে কি না, এখন সেটাই দেখার।