শেষ আপডেট: 28th January 2025 00:40
দ্য ওয়াল ব্যুরো : বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে জয়লাভ করে মোহনবাগান সুপার জায়ান্ট শুধুমাত্র লিগ টেবিলে শীর্ষস্থানটা ধরে রাখল না, বাকিদের সঙ্গে তারা পয়েন্টের পার্থক্যটাও অনেকটা বাড়িয়ে ফেলেছে। সোমবার (২৭ জানুয়ারি) সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে মেরিনার্সরা সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করেছে।
ম্যাচের ৭৪ মিনিটে লিস্টন কোলাসোর নজরকাড়া ভলি বাগানের জয় নিশ্চিত করেছে।
এই ম্য়াচের হাত ধরে মোহনবাগান তাদের দ্বাদশ জয় ছিনিয়ে এনেছে। ১৮ ম্য়াচে সংগ্রহ করেছে ৪০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে থাকা এফসি গোয়ার থেকে তারা ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে। যদিও গোয়া এখনও এক ম্য়াচ পিছিয়ে রয়েছে।
অন্যদিকে, বেঙ্গালুরু গত ৫ ম্য়াচের মধ্যে এই নিয়ে চতুর্থ ম্য়াচে পরাস্ত হল। তারা ১৮ ম্য়াচে মোট ২৮ পয়েন্ট সংগ্রহ করেছে। পাশাপাশি লিগ টেবিলে তারা তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে।
ম্যাচের শেষে মোহনবাগান কোচ হোসে মলিনা বললেন, 'এই ম্যাচে যেমনটা আশা করা হয়েছিল, আমরা তেমনই পারফরম্য়ান্স করতে পেরেছি। আমরা আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করছিলাম। কিন্তু, ম্যাচের প্রথমার্ধে সেটা করতে পারিনি। ওরা আমাদের থেকে বল কেড়ে নিচ্ছিল। বল দখলের লড়াইয়ে ওরা এগিয়ে ছিল। কয়েকটা সুযোগ তৈরি করলেও, শেষপর্যন্ত গোল করতে পারিনি।'
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'তবে মোটের উপর বিচার করলে, আমরা যথেষ্ট ভাল আক্রমণ করেছি। বেশ কয়েকটা লম্বা পাস বাড়িয়েছি। মনবীর, লিস্টন এবং ম্য়াকলারেন ভাল পারফরম্য়ান্স করতে পেরেছে। কয়েকটা সুযোগ তৈরি করতে পেরেছিলাম। এরপর ম্য়াচের দ্বিতীয়ার্ধে আমরা ডিফেন্সের উপর আরও বেশি করে জোর দিয়েছিলাম। আমরা জানতাম, বেঙ্গালুরু কতটা ভাল দল। কতটা দ্রুত বল মুভ করাতে পারে। এমনকী, বক্সের মধ্যে বিপক্ষের উপরও চাপ তৈরি করতে পারে অনায়াসে। আমরা এই ম্য়াচে যথেষ্ট ভাল ডিফেন্স করেছি।'